৭ মার্চ বাকৃবিতে ভেটেরিনারিয়ানদের সম্মেলন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন এন্ড রির্সাচের (বিএসভিইআর) সম্মেলন আগামী ৭ ও ৮ মার্চ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
দু’দিনব্যাপী ওই গবেষণা সম্মেলনে প্রায় ১০০ টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। ভেটেরিনারি শিক্ষা ও গবেষণায় উল্লেখযোগ্য অবদান স্বরূপ বার্ষিক লেকচার এ্যাওর্য়াড প্রদান করা হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্নাতকোত্তর শিক্ষার্থী, ফিল্ড ভেটেনারিয়ান, প্রাণিসম্পদ বিভাগের উচ্চ পদস্থ ব্যক্তিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষকরা অংশগ্রহণ করবেন।
এসএইচএ/এআরএস/এমএস