ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

অভিজিৎ হত্যাকারীদের শাস্তি দাবি জাবি শিক্ষার্থীদের

প্রকাশিত: ০৯:৪২ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায়ের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় সামাজিক বিজ্ঞান ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

এসময় মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন কলা ভবনের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ শেষে তারা এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, জাহাঙ্গীরনগর থিয়েটার (টিএসসি), জাহাঙ্গীরনগর থিয়েটার (অডিটরিয়াম), আনন্দন, জলসিঁড়ি, সুস্বর, কালবৈশাখীসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনেরর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে ছাত্র ইউনিয়নের সভাপতি তন্ময় ধর, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক সুস্মীতা মরিয়মসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দ অভিজিৎ হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানান।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে একুশে বইমেলা থেকে ফেরার পথে অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে নিহত হন অভিজিৎ রায়।

এমএএস/আরআই