ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবিতে ছাত্রলীগের মশাল মিছিল

প্রকাশিত: ০২:৪৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

প্রথা বিরোধী লেখক ও বিশিষ্ট ভাষা বিজ্ঞানী অধ্যাপক হুমায়ুন আজাদের উপর হামলা দিবস ও মুক্তমনা লেখক অভিজিৎ রায়ের হত্যার প্রতিবাদে জঙ্গিবাদ বিরোধী মশাল মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগ।

শুক্রবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বাংলা একাডেমি সংলগ্ন পরমানু গবেষণা কেন্দ্র পর্যন্ত তারা এই মিছিল করে। পরে সেখানে তারা অধ্যাপক হুমায়ুন আজাদ স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, দেশের গণতান্ত্রিক ধারাকে বিনষ্ট করতে মৌলবাদীরা চেষ্ঠা চালচ্ছে। তারা মেধাবীদের হত্যা করে দেশকে মেধা শূন্য করতে চায় ।

মশাল মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লা, সাধারণ সম্পাদক ওমর শরীফসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতা কর্মীরা।

এএইচ/পিআর