দিয়াজের ময়নাতদন্ত সম্পন্ন, বিকেলে দাফন
কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফানের ঝুলন্ত মরদেহ গতকাল রাতে উদ্ধারের পর সকাল সাড়ে ৯টায় ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার ময়নাতদন্ত করেন ফরেনসিক বিভাগের চিকিৎসক ডা. জহিরুল ইসলাম।
রোববার দুপুর ১২টায় তিনি ময়নাতদন্তের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
ডা. জহিরুল ইসলাম জাগো নিউজকে জানান, দুই-এক দিনের মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যাবে। প্রাথমিক তদন্তের আগে মৃত্যুর কারণ জানানো সম্ভব হচ্ছে না। তবে মৃতের শরীরের তিন জায়গায় অস্বাভাবিক কিছু চিহ্ন পাওয়া গেছে বলে জানান তিনি।
এদিকে, ময়নাতদন্ত শেষে সকাল সাড়ে ১০টায় দিয়াজের মরদেহ বিশ্ববিদ্যালয়ের ২নং গেটসংলগ্ন তার নিজ বাসায় নেয়া হয়। এ সময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। প্রিয় নেতাকে একনজর দেখার আশায় তার দীর্ঘদিনের রাজনৈতিক অনুসারীরা বাসার সামনে ভিড় জমান।
পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বিশ্ববিদ্যালয়েই তার লাশ দাফন করা হবে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু জাগো নিউজকে বলেন, চবি ছাত্রলীগ নেতার মৃত্যুতে আমি শোকাহত। আমরা শোকবার্তা পাঠাচ্ছি এবং বিকেলে জানাজায় অংশ নেব।
উল্লেখ্য, এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে দিয়াজের মৃত্যুর খবর ক্যাম্পাসে এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ বাসার দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় দিয়াজের মরদেহ উদ্ধার করে।
এফএ/এনএইচ/আরআইপি