ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

রাবিতে ছাত্রদলের মিছিল, আটক ৩

প্রকাশিত: ০৫:০০ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ-হরতালের সমর্থনে ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসানের অটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল। রোববার সকাল ৮টায় মিছিলটি ক্যাম্পাসের প্রথম বিজ্ঞান ভবনের পিছন থেকে শুরু করে তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে এসে শেষ হয়।

মিছিলে ছাত্রদলের সাবেক অহ্বায়ক কমিটির সদস্য রবিউল করিম রবিন, শের-এ বাংলা হলের অহ্বায়ক আবু জাফার আল মুনসুর, শোহরাওয়ার্দী হলের অহ্বায়ক সানীন চৌধুরী, সমাজ বিজ্ঞান অনুষদে অহ্বায়ক মাসুদ রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিল।

এদিকে, মিছিল শেষে ছাত্রদলের তিন নেতাকে আটক করে মতিহার থানা পুলিশ। অটকৃতরা হলেন, সোহরাওয়ার্দী হলের অহ্বায়ক সানীন চৌধুরী, আইন অনুষদের অহ্বায়ক আবুল কালাম আজাদ ও মিঠু।
মতিহাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, তিনজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।

এএইচ/আরআইপি