ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবিতে জলবায়ু সংক্রান্ত দু’দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স

প্রকাশিত: ০২:৩৪ পিএম, ২০ অক্টোবর ২০১৬

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-এর নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে শুরু হচ্ছে দু’দিনব্যাপী ‘অ্যানথ্রোপোলজি, অ্যাডাপটেশন অ্যান্ড রেসিলাইন্স ইন ক্লাইমেট চেঞ্জ রেজিম’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স। আগামী শনি ও রোববার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে দক্ষিণ এশিয়াসহ বিশ্বের মোট ১০টি দেশের গবেষক প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার বিকেলে নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিভাগীয় চেয়ারম্যান হাসান এ শাফী ও কনফারেন্সের আহ্বায়ক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।

কনফারেন্সে বাংলাদেশে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভাগের একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিভাগীয় চেয়ারম্যান হাসান এ শাফী। এছাড়া দেশি ও বিদেশি গবেষকরা ৬৪টি রিসার্চ পেপার উপস্থান করবেন।

দেশের অন্যান্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন এ কনফারেন্সে। কনফারেন্সে বিসিএএস এর নির্বাহী পরিচালক ড. আতিক রহমান মূল রচনা উপস্থাপন করবেন।
 
এমএইচ/আরএস/পিআর