১৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সূচি ঘোষণা
এ বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ১৩ আগস্ট প্রকাশ করা হবে। এরপরই শুরু হয়ে যাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ। একজন শিক্ষার্থীকে পছন্দের বিষয় ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রতিবছরই গড়ে ১০ থেকে ১২টি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে দেখা যায়। এ বছরও এর ব্যতিক্রম হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় নয় লাখ ২৪ হাজার ১৭১, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিমে এক লাখ সাত হাজার ৫৫৭, কারিগরি বোর্ডের অধীন এইচএসসিতে (বিএম) এক লাখ চার হাজার ৬৬৯ জন এবং ঢাকা বোর্ডের অধীন ডিআইবিএসে চার হাজার ৯৭৭ জন পরীক্ষার্থী ছিল। এ বছরের ৩ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হয়ে লিখিত পরীক্ষা শেষ হয় ৮ জুন।
ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম রাজশাহী, জাহাঙ্গীরনগর, খুলনা ও বারিশাল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), মেডিকেল ও ডেন্টাল কলেজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), ভাসানী বিশ্ববিদ্যালয়সহ মোট ১৭টি বিশ্ববিদ্যালয় ও কলেজের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। নিচে পরীক্ষার তারিখের একটি সংক্ষিপ্ত তালিকা তুলে ধরা হলো-
ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় :
ক ইউনিট- ১২ সেপ্টেম্বর
খ ইউনিট- ১৯ সেপ্টেম্বর
গ ইউনিট- ৫ সেপ্টেম্বর
ঘ ইউনিট- ২৬ সেপ্টেম্বর
চ ইউনিট- ১৩ সেপ্টেম্বর
ঢাবিতে সকাল ১০টায় এবং জবিতে বিকাল ৩টায় পরীক্ষা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ১৭ থেকে ২৫ সেপ্টেম্বর
মেডিকেল ও ডেন্টাল : ৩ অক্টোবর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : ২৭ অক্টোবর থেকে ০৬ নভেম্বর
রাজশাহী বিশ্ববিদ্যালয় : ১৯ থেকে ২৫ অক্টোবর
খুলনা বিশ্ববিদ্যালয় : ২৯ অক্টোবর থেকে ০১ নভেম্বর
বরিশাল বিশ্ববিদ্যালয় : ১৮ ও ১৯ অক্টোবর
রুয়েট : ২৪ অক্টোবর
কুয়েট : ৩১ অক্টোবর
চুয়েট : ০৮ নভেম্বর
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় : ১৪ নভেম্বর
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় : ২৩ থেকে ২৭ নভেম্বর
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : ৬ ও ৭ নভেম্বর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ(BAU) : ০৮ নভেম্বর
জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল : ১০ থেকে ১৩ নভেম্বর
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : ২৯ নভেম্বর