ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

দাবি আদায়ে পল্টন মোড়ে জবি শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৬:০৯ এএম, ২৪ আগস্ট ২০১৬

নতুন হল নির্মাণ ও নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগারের জায়গায় হল করে আবাসন সংকট নিরসনের দাবিতে কর্মসূচি অব্যাহত রেখেছে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। দাবি আদায়ে রাজধানীর পল্টন মোড়ের রাস্তায় বসে পড়েছে তারা। ফলে রাজধানীর ব্যস্ততম এই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

hall

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ক্যাম্পাসে ধর্মঘট পালন করছেন তারা। দু’দিনের ধর্মঘটের দ্বিতীয় দিনে আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হন। পরে সেখান মিছিল নিয়ে সব অনুষদের মূল ফটক তালা ঝুলিয়ে দেন তারা।

hall

এক পর্যায়ে সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে আন্দোলনরত জবি শিক্ষার্থীরা রায় সাহেব বাজার ও গুলিস্তান হয়ে জাতীয় প্রেস ক্লাবের উদ্দেশ্যে রওনা দেয়। মিছিলটি পল্টন মোড়ে পুলিশের বাধার সম্মুখীন হলে সেখানেই বসে পড়ে শিক্ষার্থীরা।

এসএম/এমএমজেড/এমএস