ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

হলের দাবিতে জবির আন্দোলনে ছাত্রলীগও

প্রকাশিত: ০৭:০৪ এএম, ২২ আগস্ট ২০১৬

প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচির দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের হলের দাবির আন্দোলনে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করেছে জবি শাখা ছাত্রলীগ। সোমবার দুপুর ১২টার দিকে শাখা ছাত্রলীগ এ আন্দোলনে অংশগ্রহণ করেন ।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগের নেতারা আন্দোলনে যোগ দেন। এ সময় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন উর রশিদ,  সাংগঠনিক সম্পাদক জহির রাহান আগুন, তানভীর রহমান খান, শামিম রেজা,  সমাজসেবা বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ ইবনে সুমন উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানন্ত্রীর কার্যালয়ের অভিমুখে সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বের হয়। এ সময় আন্দোলনকারীদের রুখে দেওয়ার জন্য পুলিশ লহ্মীবাজার মোড়, রায়সাহেব বাজার মোড়ে ব্যারিকেড দেয়। তবে আন্দোলনকারীরা বাধা পেরিয়ে বংশাল মোড়ে গেলে পুলিশের বড় বাধার সম্মুখীন হয়।  পুলিশ আন্দোলনকারীদের দিকে টিয়ালশেল নিক্ষেপ করে। আন্দোলনকারীরা ছত্র ভঙ্গ হয়ে যায়।

এ বিষয়ে শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, জবি শাখা সব সময় ছাত্রদের অধিকার আদায়ে কাজ করে। সব সময় হলের দাবিতে আন্দোলন করে আসছি। আগামীতেও হল আন্দোলনে জবি ছাত্রলীগ মাঠে থাকবে।

এসএম/এআরএস/আরআইপি

আরও পড়ুন