ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

চবির ৩ ছাত্রী হলে তল্লাশি : বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার

প্রকাশিত: ০৬:৪২ পিএম, ১৭ আগস্ট ২০১৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের তিনটি হল থেকে বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করেছে বিশ্ববিদ্যলয় প্রশাসন। তবে ঘণ্টাব্যাপি এ অভিযানে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

জাগো নিউজের চবি প্রতিনিধি জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার, প্রীতিলতা এবং দেশনেত্রী খালেদা জিয়া হলে এ তল্লাশি অভিযান শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে এবং সংশ্লিষ্ট হলগুলোর প্রভোস্টদের সহায়তায় পুলিশের তিনটি দল একযোগে হলগুলোতে এ যৌথ অভিযান পরিচালনা করে। বিপুল সংখ্যক মহিলা পুলিশও অভিযানে অংশ নিতে দেখা গেছে।

অভিযানের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী জাগো নিউজকে জানান, হলগুলোতে ছাত্রীদের ১৫-২০টি কক্ষ থেকে বেশ কিছু উগ্রবাদী জিহাদি বই পাওয়া গেছে। বইগুলো জব্দ করা হয়েছে এবং যেসব ছাত্রীদের কক্ষ থেকে এগুলো পাওয়া গেছে তাদেরকে প্রাথমিকভাবে বিশেষ নজরদারির আওতায় রাখা হচ্ছে।

এছাড়া প্রীতিলতা হলের ১১২ নম্বর কক্ষ সিলগালা করে দেয়া হয়েছে এবং দুটি মোবাইল জব্দ করা হয়। কাউকে আটক করা না হলেও, তদন্ত করে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

জীবন মুছা/বিএ