জবি শিক্ষার্থীদের প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ
নতুন হল নির্মাণের সুস্পষ্ট ঘোষণা এবং পুরাতন কেন্দ্রীয় কারাগারের সম্পূর্ণ জমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নামে হস্তান্তর করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
বুধবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে ২০ মিনিট অবরোধ করে। পরে মিছিল নিয়ে শাহাবাগ মোড়ে দিকে যেতে চাইলে কদম ফোয়ারার মোড়ে পুলিশ তাদের বাধা দিলে সেখানেই বসে পড়ে শিক্ষার্থীরা এবং অবস্থান নেয়।
এদিকে, জবি শিক্ষার্থীদের সড়কে অবস্থান নেওয়ায় জাতীয় প্রেসক্লাবের আশপাশের এলাকায় তীব্র জানজটের সৃষ্টি হয়েছে। তবে যে কোন ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রয়েছে।
এসএম/আরএস/এবিএস