ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

পার্বত্য ভূমি কমিশন আইন বাতিলের দাবিতে চবিতে মানববন্ধন

প্রকাশিত: ০২:৩৬ পিএম, ০৮ আগস্ট ২০১৬

পার্বত্য ভূমি কমিশন (সংশোধন) আইন-২০১৬ বাতিলের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মানববন্ধন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। সোমবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় রেল স্টেশন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি মন্ত্রিসভায় অনুমোদন হওয়া এ আইনটি কার্যকর হলে ভূমি কমিশনের পুরোপুরি নিয়ন্ত্রণ চলে যাবে পার্বত্য আঞ্চলিক পরিষদর হাতে। এর ফলে বাঙালিদের উচ্ছেদ করার নিরঙ্কুশ ক্ষমতা পাবে পার্বত্য জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা।

এ অঞ্চলে প্রায় অর্ধেক বাঙালি বসবাস করার পরও তাদের মধ্য কাউকে কমিশনে রাখা হয়নি। তাছাড়া এ আইন কার্যকর হলে পাহাড়ের বাঙালিরা ভূমিহীন হবে বলে আশংকা প্রকাশ করেন ছাত্র পরিষদ নেতারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার  জাহান, কেন্দ্রীয় দফতর সম্পাদক আতিকুল ইসলাম, চবি শাখার সাধারণ সম্পাদক হারুন-আর-রশীদ, সাংগঠনিক সম্পাদক কাউছার উল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান, প্রচার সম্পাদক ইখতিয়ার উদ্দীন ইমন, অর্থ সম্পাদক ইমরান হোসাইন প্রমুখ।

জীবন মুছা/জেএইচ/পিআর