ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

মানসিক চিকিৎসাই জঙ্গিবাদের সমাধান : আরেফিন সিদ্দিক

প্রকাশিত: ০১:৪১ পিএম, ৩০ জুলাই ২০১৬

যথাযথ মানসিক চিকিৎসাই জঙ্গিবাদ সমস্যার সমাধান দিতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সেমিনার কক্ষে শনিবার ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) সপ্তম বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।  

ডিইউএমসিজেএএ’র সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস ও সাংগঠনিক সম্পাদক আহমেদ পিপুল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সভায় দেশি-বিদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং অ্যাসোসিয়েশনের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

সভায় প্রধান উপদেষ্টা ড. সাখাওয়াত আলী খান, প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান, সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম এবং বিভাগীয় চেয়ারপারসন অধ্যাপক মো. মফিজুর রহমান এ সময় বক্তৃতা করেন।

উল্লেখ্য, সভায় ৪১ সদস্য বিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠন করা হয় যা সর্বসম্মতিক্রমে সকল সদস্য অনুমোদন করেন।
 
এইচএস/এএইচ/এমএস