ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবির মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ১৮ এপ্রিল ২০২৫

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সেখানে অ্যাসোসিয়েশনের ২০২৫-২৭ বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় শিক্ষা অনুষদের প্রফেসর ড. আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানের মহান শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

স্বাগত বক্তব্য দেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য ও মার্কেটিং বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল ইসলাম।

সদস্যরা অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র নিয়ে মুক্ত আলোচনা করেন। আলোচনা শেষে আগামী ২০২৫-২৭ বর্ষের জন্য ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করে অ্যাসোসিয়েশনটি।

সদ্য ঘোষিত কমিটির প্রেসিডেন্ট আশরাফ চৌধুরী বলেন, আপনারা যে গুরুদায়িত্ব আমাদের ওপর দিয়েছেন সেই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। প্রত্যেক অ্যালামনাস যেন আমাদের থেকে সাহায্য, সহযোগিতা নিতে পারেন আমরা এমন কিছু করারই প্রতিশ্রুতি দিচ্ছি। এই অ্যাসোসিয়েশনকে সামনে এগিয়ে নিতে আমরা সবাইকে নিয়ে কাজ করব।

নতুন কমিটির জেনারেল সেক্রেটারি রাফিদ হাসান বলেন, আমি বিশ্বাস করি নতুন এই কমিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে এক অন্যান্য উচ্চতায় নিয়ে যাবে। আপনাদের সবার দোয়া ও সহযোগিতা চাচ্ছি।

এফএআর/এএমএ/জিকেএস