ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

বাকৃবি কেন্দ্র

কৃষিগুচ্ছ পরীক্ষায় উপস্থিতি ৯০ দশমিক ৮৯ শতাংশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | বাকৃবি | প্রকাশিত: ০৮:৫২ পিএম, ১২ এপ্রিল ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু সম্পন্ন হয়েছে। এবারের পরীক্ষায় বাকৃবিতে উপস্থিতির হার ৯০ দশমিক ৮৯ শতাংশ।

শনিবার (১২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা যায়, মোট ১২ হাজার ৬৬৫ ভর্তিচ্ছুর বাকৃবি কেন্দ্রে পরীক্ষা দেওয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন ১১ হাজার ৫১১ জন। অনুপস্থিতির সংখ্যা এক হাজার ১৫৪ জন।

পরীক্ষা চলাকালীন কেন্দ্রের একাধিক অঞ্চলের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য অধ্যাপক ড. মো. শহীদুল হক, রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, নিরাপত্তা কাউন্সিল পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলী, অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম, আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।

আসিফ ইকবাল/এএইচ/জেআইএম

বিজ্ঞাপন