ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

বাকৃবি

বন্ধ ক্যাম্পাসে অসহায় প্রাণীদের খাবার দিচ্ছে ছাত্রদল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | বাকৃবি | প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২৭ মার্চ ২০২৫

ঈদের ছুটিতে বন্ধ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে ক্ষুধার্ত ও অসহায় প্রাণীদের পাশে দাঁড়িয়েছে শাখা ছাত্রদল। প্রাণীগুলোর জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল থেকেই ছাত্রদলের সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীদের জন্য খাবার সরবরাহ করছেন। খাবারের মধ্যে রয়েছে ভাত, খিচুড়ি, মাংস, বিস্কুটসহ বিভিন্ন পুষ্টিকর খাবার, যাতে প্রাণীগুলো সুস্থ থাকতে পারে। পাশাপাশি, তারা অসুস্থ ও আহত প্রাণীদের জন্য ওষুধ ও চিকিৎসার ব্যবস্থা করছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বন্ধ ক্যাম্পাসে অসহায় প্রাণীদের খাবার দিচ্ছে ছাত্রদল

ক্যাম্পাসে অবস্থিত কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীগুলো সাধারণত শিক্ষার্থী ও কর্মচারীদের কাছ থেকে খাবার পায়। তবে দীর্ঘ ছুটির কারণে প্রাণীগুলো খাদ্য সংকটে পড়ে। এই পরিস্থিতিতে প্রাণীগুলোর পাশে দাঁড়িয়েছে বাকৃবি ছাত্রদল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান জাগো নিউজকে বলেন, ‘মানুষের পাশাপাশি অবলা প্রাণীরাও আমাদের সমাজের অংশ। তারা যেন খাবারের অভাবে কষ্ট না পায়, সেই দায়িত্ববোধ থেকেই আমরা কাজ করছি। যতদিন ক্যাম্পাস বন্ধ থাকবে, ততদিন আমরা প্রাণীগুলোর জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা অব্যাহত রাখবো।’

বন্ধ ক্যাম্পাসে অসহায় প্রাণীদের খাবার দিচ্ছে ছাত্রদল

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী রাফিউল বলেন, এ ধরনের কর্মকাণ্ড অন্য শিক্ষার্থী ও সংগঠনগুলোর জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে।

আসিফ ইকবাল/এসআর/জিকেএস

বিজ্ঞাপন