ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

কবি নজরুল বিশ্ববিদ্যালয়

নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেলো রোজাদার শ্রমিকের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জাককানইবি | প্রকাশিত: ০৮:৫১ পিএম, ২২ মার্চ ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নির্মাণাধীন ১০তলা ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. ইব্রাহিম। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রেলবাজার এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নির্মাণাধীন ভবনের শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা কোম্পানির দায়িত্বরতদের নিরাপত্তা সরঞ্জামের কথা বলে আসছেন। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান এন কে টি-এন এইচ ই (জেবি) কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।

ইব্রাহিম নামের আরেক নির্মাণশ্রমিক জানান, ইব্রাহিম রোজা অবস্থায় ছিলেন। কাজ শেষ নিচে নামছিলেন। বিশ্রামের জন্য উনি ভয়েটের (ফাঁকা অংশ) পাশে দাঁড়ালে মাথা ঘুরে পড়ে যান। দ্রুত উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রকল্প পরিচালক প্রকৌশলী জোবায়ের হোসেন বলেন, বিভিন্ন প্রকল্পের কাজে কিছুদিন পরপরই নতুন কোম্পানি আসে। মালিকানাও পরিবর্তন হয়। দুর্ঘটনায় নিহত শ্রমিক এন কে টি এন এইচ ই কোম্পানিতে কাজ করতেন। কোম্পানির প্রজেক্ট ইঞ্জিনিয়ারের দায়িত্ব পালন করছেন তানভীর। প্রজেক্ট পরিচালক নেজামুল হক।

এ বিষয়ে কোম্পানির প্রজেক্ট ইঞ্জিনিয়ার তানভীর এবং পরিচালক নেজামুল হকের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এসআর/জেআইএম

বিজ্ঞাপন