ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

বাকৃবিতে থালা-বাটি বাজিয়ে সিঙ্গেল সিটের দাবিতে ছাত্রীদের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | বাকৃবি | প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ১৮ মার্চ ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হলের সিট সংকট দূরীকরণে থালা-বাটি বাজিয়ে বিক্ষোভ করেছেন সুলতানা রাজিয়া হলের দ্বিতীয় বর্ষের ছাত্রীরা।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে হলের সামনে ছাত্রীরা অবস্থান নেন। এসময় হলের সিট সংকট এবং কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা। ‘শতভাগ আবাসন, প্রহসন প্রহসন’—স্লোগানে সিট সংক্রান্ত বৈষম্যের প্রতিবাদ জানাতে থাকেন ছাত্রীরা। এসময় অনেককে থালা-বাটি বাজিয়ে প্রতিবাদ জানাতে দেখা যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাকৃবিতে থালা-বাটি বাজিয়ে সিঙ্গেল সিটের দাবিতে ছাত্রীদের বিক্ষোভ

ওই হলের ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, সুলতানা রাজিয়া হলে অবকাঠামোগতভাবে কোনো গণরুমের ব্যবস্থা না থাকলেও লাইব্রেরি, জিমরুম, কমনরুম এবং ডাইনিং রুমে কাঠের তক্তা দিয়ে গণরুমে পরিণত করা হয়েছে। পাঁচটি ছাত্রী হলের মধ্যে শুধু সুলতানা রাজিয়া হলেই নিছক গণরুমে ডাবলিং করে আবাসনের ব্যবস্থা করা হয়েছে। সিট সংকটের বিষয়টি প্রভোস্টকে জানিয়েও প্রতিকার পাননি তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক দ্বিতীয় বর্ষের একজন ছাত্রী বলেন, ‘গণরুমের কারণে আমাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। পড়াশোনার কোনো পরিবেশ নেই। আমরা এ সমস্যার সমাধান চাই। আমরা সিঙ্গেল সিট চাই।’

এ বিষয়ে সুলতানা রাজিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. রুহুল আমিন বলেন, হলে প্রায় ৮৭৫ জন মেয়ে থাকে। এত শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা করার মতো জায়গা এই হলে নেই। ওই হলের ভিতরে একটি বাসা ছিল, যার মধ্যে অনেক ছাত্রীকে আমাদের জায়গা দিতে হয়েছে, যাকে ওরা গণরুম বলে।

বিজ্ঞাপন

‘হলে বর্তমানে কোনো সিট খালি নেই, মেধা ও সিনিয়রিটির ভিত্তিতে আমরা তাদের রুম দিয়ে থাকি (রুম খালি থাকা সাপেক্ষে) কিন্তু এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি।’

আসিফ ইকবাল/এসআর/এএসএম

বিজ্ঞাপন