ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

বাকৃবি

বৃত্তি পেলেন ভেটেরিনারি অনুষদের ৩৬ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | বাকৃবি | প্রকাশিত: ০৩:০২ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ৩৬ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। অনুষদের দরিদ্র শিক্ষার্থী বৃত্তি তহবিল থেকে এ বৃত্তি দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের প্রত্যেককে ছয় মাসের জন্য সাড়ে সাত হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় অনুষদীয় মেডিসিন কনফারেন্স হলে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এসময় বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. নাজিম আহমাদ ও ইন্টার অ্যাগ্রো বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডা. এ কে এম খসরুজ্জামান।

উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, অনুষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রশংসনীয়। এই ভালো খবরটি দেখে অনেকে এ কাজে অনুপ্রাণিত হবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন ভালো কাজে কখনো কার্পণ্য করবে না৷ ভেটেরিনারি অনুষদ থেকে উদ্বুদ্ধ হয়ে সামনে সকল অনুষদ থেকেও এমন আয়োজন করা হবে বলে আশা করি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের দরিদ্র তহবিল থেকে ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করতে পেরে আমরা গর্বিত। এ সহায়তা তাদের শিক্ষার পথকে আরও সুগম করবে এবং ভবিষ্যতে দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে। শিক্ষার্থীদের অ্যাকাডেমিক উৎকর্ষ নিশ্চিত করতে অনুষদ সর্বদা তাদের পাশে রয়েছে। আমি আশা করি, তারা মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা চালিয়ে যাবে ও দেশের সেবায় নিজেদের নিয়োজিত করবে। এই উদ্যোগ অব্যাহত রাখতে আমরা সবাইকে সহযোগিতার আহ্বান জানাই।

আসিফ ইকবাল/এফএ/জেআইএম

বিজ্ঞাপন