ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

আগামী ৭ দিন পেঁয়াজ খাবেন না ইবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া | প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১৯ নভেম্বর ২০১৯

দেশে পেঁয়াজের বাজারে নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা আগামী ৭ দিন পেঁয়াজ বর্জনের শপথ নেন।

জানা গেছে, পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কনজুমার ইয়ুথ বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইবি কনজুমার ইয়ুথের আয়োজনে এই মানববন্ধন ও শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

IU

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে সিন্ডিকেট করে জনসাধারণ তথা ভোক্তাদের জিম্মি করে পেঁয়াজের মূল্য বাড়ানো হয়েছে। আমরা এই মানববন্ধন থেকে পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করছি এবং সিন্ডিকেটের প্রতি ঘৃণা প্রকাশ করছি।

এ সময় পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে চার দফা দাবি তুলে ধরা হয়।

মানবন্ধন থেকে পেঁয়াজ সিন্ডিকেটকে প্রশ্রয় না দিতে এবং ভোক্তার অধিকার প্রতিষ্ঠা করতে আজ ১৯ নভেম্বর থেকে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত মোট ৭ দিন পেঁয়াজ বর্জনের শপথ গ্রহণ নেন তারা। কনজুমার ইয়ুথ ইবি শাখার সভাপতি শামিমুল ইসলাম সুমন এই শপথবাক্য পাঠ করান।

ফেরদাউসুর রহমান সোহাগ/এমবিআর/এমএস