ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের জোকস: ভিক্ষুকের অ্যাসিসটেন্টের বেতন

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৫৮ এএম, ১৭ জানুয়ারি ২০২৫

ভিক্ষুকের অ্যাসিসটেন্টের বেতন

একদিন এক ভিক্ষুক রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছিল। এই দেখে এক লোকের খুব দয়া হলো। সে ভিক্ষুকের কাছে গিয়ে বললো—
ভদ্রলোক: তুমি যদি ভিক্ষাবৃত্তি ছেড়ে দাও তাহলে তোমাকে আমি মাসে ১০০০ টাকা করে দেব।
ভিক্ষুক: তুমি যদি আমার সঙ্গে ভিক্ষা করো তাহলে প্রতি মাসে আমি তোমাকে ৫০০০ টাকা দেব।

****

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শিক্ষকের বয়স বের করার উপায়

গণিতের শিক্ষক ছাত্রদের ক্লাস নিচ্ছেন। তিনি বল্টুকে জিজ্ঞাসা করলেন—
শিক্ষক: বল্টু বল তো, একটি ট্রেন ঘণ্টায় ৭০ মাইল যায়, তাহলে আমার বয়স কত?
বল্টু: এটা কোনো প্রশ্ন হলো নাকি?
পলি: স্যার, আমি পারবো।
শিক্ষক: তাহলে বল তো দেখি?
পলি: আপনার বয়স চল্লিশ।
শিক্ষক: হ্যাঁ, কী করে বুঝলি?
পলি: আমাদের পাড়ায় একজন আধা পাগল আছে, তার বয়স বিশ। আর আপনি পুরা পাগল, তাই আপনার বয়স চল্লিশ।

****

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পারিবারিক ব্যাপার

শিক্ষক: তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, মানুষ কীভাবে সৃষ্টি হয়েছে?
ছাত্র: কিন্তু স্যার, বাবা যে বলেছিলেন, আমাদের সৃষ্টি হয়েছিল বানর থেকে।
শিক্ষক: এ বিষয়ে আমি কিছু বলতে চাই না। কেননা এটা তোমাদের পারিবারিক ব্যাপার।

কেএসকে/জিকেএস

আরও পড়ুন

বিজ্ঞাপন