যন্ত্রণায় ঘুমাতে পারছি না
যন্ত্রণায় ঘুমাতে পারছি না
ভোর ৫টার সময় কবির সাহেবের টেলিফোন বেজে উঠলো। ঘুম থেকে উঠে ফোন ধরলেন তিনি।
কবির সাহেব : হ্যালো।
অপর প্রান্ত : আমি আপনার প্রতিবেশী। আপনার কুকুরটা দীর্ঘক্ষণ ধরে ডাকাডাকি করছে। তার যন্ত্রণায় ঘুমাতে পারছি না।
কবির সাহেব বিনয়ের সঙ্গে ফোন রাখলেন।
পরদিন ভোর ৫টায় প্রতিবেশীকে ফোন করলেন-
কবির সাহেব : শুভ সকাল। আপনাকে জানাতে ফোন করেছি যে, আমার কোনো কুকুর নেই।
****
তুমি ওপাশে আছ কি না
মা ও ছেলের মধ্যে চ্যাটে কথোপকথন চলছে-
মা : হোমওয়ার্ক শেষ করেছো?
মা : ভাত খেয়ে থালা-বাসন ধুয়ে রাখবে কিন্তু।
মা : দরজা-জানালাগুলো বন্ধ করেছো?
মা : জামা-কাপড়গুলো ইস্ত্রি করে রাখো। কাল খুব সকালে স্কুলে যেতে হবে।
মা : শোন, তোমার বাবা আর আমি ঠিক করেছি, তোমাকে একটা ল্যাপটপ কিনে দেব।
ছেলে : সত্যি?
মা : না। শুধু নিশ্চিত হলাম, তুমি ওপাশে আছ কিনা।
****
ফোন বন্ধ করে দেব
হাবলু আর বিল্টুর মধ্যে কথা হচ্ছে-
হাবলু : জানিস, আজ আমার মোবাইল ফোনে অদ্ভুত একটি মেসেজ এসেছে। আর সঙ্গে সঙ্গেই মোবাইলটি বন্ধ হয়ে গেছে।
বিল্টু : বলিস কী রে! মেসেজে কী লেখা ছিল?
হাবলু : ব্যাটারি লো।
বিল্টু : বলিস কী? মেসেজটা তাড়াতাড়ি আমাকে পাঠিয়ে দে। আমি ওই মেসেজ সবাইকে পাঠিয়ে সবার মোবাইল ফোন বন্ধ করে দেব।
****
হাঁড়ি চাই তোমার কাছে
প্রোগ্রামার স্বামী ল্যাপটপ নিয়ে কাজে মগ্ন। স্ত্রী এসে-
স্ত্রী : দাও না গো, একটু খেলি?
মনিটর থেকে চোখ না সরিয়ে-
প্রোগ্রামার : তুমি যখন রান্না করো, আমি কখনো হাঁড়ি চাই তোমার কাছে?
এসইউ/এমএস