এক মিনিটে শুনতে চাও
এক মিনিটে শুনতে চাও
পাগলাগারদে এক ডাক্তার ঘুরে ঘুরে বিভিন্ন ওয়ার্ড দেখছিলেন। হঠাৎ লক্ষ্য করলেন, একটা পাগল দেয়ালে কান পেতে কী যেন শোনার চেষ্টা করছে। কিছু না বলে তিনি চলে গেলেন। ঘণ্টা কয়েক পর আবার ওদিক দিয়ে যাওয়ার সময় একই দৃশ্য দেখলেন তিনি। পাগলটা তখনো দেয়ালে কান লাগিয়ে দাঁড়িয়ে আছে।
কৌতূহলী হয়ে তিনি দেয়ালে কান পাতলেন; কিন্তু কিছুই শুনতে পেলেন না। তখন পাগলটাকে তিনি জিজ্ঞেস করলেন, ‘কই, আমি তো কিছুই শুনতে পারছি না, তুমি এতক্ষণ ধরে কী শুনছ?’
পাগল বলল, ‘আরে, পাগল নাকি! চার মাস ধরে দাঁড়িয়ে কিছু শুনতে পারছি না আর তুমি এক মিনিটে শুনতে চাও।’
****
ওষুধটা কাজে লাগছে
সোহেল : হ্যাঁ রে, তোর বাড়ির সবাই কি তোর মতো কৃপণ?
জলিল : ঠিক কৃপণ নয়, হিসেবি। যেমন ধর, আমার কাকা গত পরশু বাসের সিটের ওপর একটা কাশির সিরাপ কুড়িয়ে পেলেন। তা এমন দামি ওষুধটা তো নষ্ট করা যায় না, তাই কাল রাতভর উনি বৃষ্টিতে ভিজলেন। আজ সকাল থেকে শুরু হলো কাশি, এখন ওষুধটা কাজে লাগছে।
****
মুখ দিয়ে আটকিয়েছে
এক লোক আর এক লোককে বলছে, ‘শুনলাম বক্সিং খেলায় সে প্রতিপক্ষের সব ঘুষি আটকিয়েছে, কিন্তু তার মুখ এতো রক্তাক্ত কেন?’
দ্বিতীয় লোক : সে ঘুষিগুলো মুখ দিয়ে আটকিয়েছে।
এসইউ/আরআইপি