ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজ থেকে জুন মাস শুরু

প্রকাশিত: ০১:৫১ এএম, ২০ এপ্রিল ২০১৬

আজ থেকে জুন মাস শুরু
বাচ্চাদের স্কুলে ইংরেজিটা নতুন পড়ানো শুরু হয়েছে। বিকাশের ছেলে আকাশ ক্লাসের দরজায় দাঁড়িয়ে-
অাকাশ : জুন আই কাম ইন স্যার?
স্যার : এই নতুন ইংরেজি কোত্থেকে আমদানি করলে?
আকাশ : কেনো স্যার, আপনিই তো বলতে বলেছিলেন!
স্যার : আমি? আমি তো মে আই কাম ইন স্যার বলতে বলেছিলাম।
আকাশ : স্যার, মে মাস তো শেষ। আজ থেকে জুন মাস শুরু।

****

এই নাও হজমের ট্যাবলেট
ভিক্ষুক : বাবা, তোমার প্রতিবেশী আমাকে পুরো পেট ভরে খাইয়েছে। তুমিও কিছু দাও বাবা!
চান মিয়া : পেট ভরে তো খেয়েছো, এই নাও হজমের ট্যাবলেট। এটা খেলে হজমও হয়ে যাবে!

****

কাল এনে দেবো
একটি দোকানে কাজ করে সুব্রত। দোকানের মালিক সুব্রতকে বলল, ‘আমি বাড়ি থেকে আসছি, কোন খদ্দের ফেরাবি না। যা চাইবে তা দোকানে না থাকলে অন্য কোম্পানির কিছু একটা দিয়ে বলবি আজকের মত চালিয়ে নিন, কাল এনে দেবো।
খদ্দের : ভাই টয়লেট পেপার আছে?
সুব্রত : না ভাই, শিরিষ কাগজ আছে, আজকের মত চালিয়ে নিন, কাল এনে দেবো।

****

আমাকে কলাটা দাও
সেলিম : ভাই, এই ছোট্ট কলাটার দাম কত?
বিক্রেতা : তিন টাকা।
সেলিম : দুই টাকায় দেবে কিনা বলো?
বিক্রেতা : বলেন কি! কলার ছোকলার দামই তো দুই টাকা।
সেলিম : এই নাও এক টাকা। ছোকলা রেখে আমাকে কলাটা দাও!

এসইউ/এমএস

আরও পড়ুন