ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের জোকস: সাধু হওয়ার উপকারিতা

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:০০ এএম, ২৯ ডিসেম্বর ২০২৩

সাধু হওয়ার উপকারিতা
ঘরের ভেতর হাবলু ও তার স্ত্রী কথা বলছে—
স্ত্রী: এই শোনো, আমাদের তো কোনো ছেলেপুলে নেই। তাই ভাবছি আমার নামে যত সম্পত্তি আছে সবগুলো কোনো সাধু বাবাকে দান করে দেব।
কথাটা শুনেই হাবলু ঘর থেকে বের হয়ে এক ছুট। স্ত্রী খপ করে হাবলুর হাত ধরে বললো—
স্ত্রী: তুমি যাচ্ছ কোথায়? আমার চিন্তাটা সম্পর্কে কিছু একটা বলে যাও।
হাবলু: ভাবছি ঘরের সম্পত্তি ঘরেই রাখবো। তাই সাধু হতে যাচ্ছি।

****

প্রতিবেশীর চেঁচামেচির যন্ত্রণা
এক বাড়িতে ডাকাতি হয়েছে। প্রতিবেশীর বাড়িতে অনুসন্ধানের কাজে গেছেন গোয়েন্দা।
গোয়েন্দা: গত রাতে পাশের বাসা থেকে আপনারা কোনো শব্দ শুনতে পেয়েছেন?
প্রতিবেশী: নাহ! গোলাগুলি, চিৎকার আর ওদের কুকুরটার চেঁচামেচির যন্ত্রণায় কিছু শোনাই যাচ্ছিল না!

****

বাসর রাতে স্বামীর চিন্তা
বাসর রাতে পল্টু তো খুব দ্বিধায় পড়ে গেল! স্ত্রীর সঙ্গে কী কথা বলবে সে? আধা ঘণ্টা অনেক চিন্তা-ভাবনা করল। তারপর হুট করেই তার স্ত্রীকে বললো—
পল্টু: আপনার বাসার লোকেরা কি জানে?
স্ত্রী: কী জানবে?
পল্টু: আজকে যে আপনি এখানে থাকবেন।

কেএসকে/জিকেএস

আরও পড়ুন