আজকের জোকস: কৃপণ প্রতিবেশী
কৃপণ প্রতিবেশী
হিমা তার প্রতিবেশী আন্টির বাসায় গিয়ে বলছে—
হিমা: আন্টি, মা এক কাপ চিনি দিতে বলছে!
আন্টি: দাঁড়াও দিচ্ছি। আচ্ছা, আর কী বলেছে?
হিমা: আর বলছে, ওই কৃপণ মহিলা যদি না দেয়, তাইলে মিমি আন্টির কাছ থাইকা নিয়া আসিস!
****
পৃথিবীতে চার ধরনের প্রেমিকা পাওয়া যাবে না
বল্টু খুবই মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে। বন্ধু সুদীপ তা দেখেই জিজ্ঞাসা করলো—
সুদীপ: এই বল্টু, কি ভাবছিস?
বল্টু: আমি এতক্ষণ ভেবে একটা ব্যাপার বের করেছি।
সুদীপ: কী সেটা?
বল্টু: পৃথিবীতে চার ধরনের প্রেমিকা কখনো খুঁজে পাওয়া সম্ভব নয়।
সুদীপ: কোন ধরনের?
বল্টু: ১. যে মেয়ে তার বয়ফ্রেন্ডকে কখনোই মিসডকল দেয় না!
২. যে মেয়ে শপিং করতে পছন্দ করে না!
৩. যে মেয়ের মনে কোনো হিংসা নেই!
৪. যে মেয়ে উপরের তিনটি ধরন পড়ার পরেও মাথা ঠান্ডা রাখতে পারে!
****
বিশ বছর ধরে রাস্তাটা এখানেই আছে
১ম ব্যক্তি: ভাই, এই রাস্তাটা কোথায় গেছে?
২য় ব্যক্তি: কেন! কোথাও যায়নি তো!
১ম ব্যক্তি: কেন মজা করছেন ভাই? সত্যি করে বলেন না!
২য় ব্যক্তি: মজা কেন করবো ভাই? আমি তো বিশ বছর ধরে দেখছি, রাস্তাটা এখানেই আছে।