স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার
স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার
স্বামী তাঁর স্ত্রীকে ডিভোর্স দিতে আদালতে গেছেন-
স্বামী : আমি আমার স্ত্রীকে আজই ডিভোর্স দিতে চাই। আপনি একটু ব্যবস্থা করুন।
আইনজীবী : কেন, সমস্যা কী আপনাদের?
স্বামী : আমার স্ত্রী প্রায় ছয় মাস ধরে আমার সঙ্গে কথা বলে না।
আইনজীবী : আরেকবার ভেবে দেখুন। এমন স্ত্রী পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার।
****
এই যে শুরু হয়ে গেল
অফিস থেকে বাড়ি ফিরে-
স্বামী : শুরু করার আগে ভাতটা দাও, খেয়ে নিই।
স্ত্রী ভাত বেড়ে দিল। ভাত খেয়ে স্বামী ড্রয়িংরুমের সোফায় বসতে বসতে-
স্বামী : শুরু করার আগে এক গ্লাস পানি দাও...বড্ড পিপাসা লেগেছে।
স্ত্রী পানি দিয়ে গেল। পানি খেতে খেতে স্বামী বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তারপর-
স্বামী : শুরু করার আগে এক কাপ চা দাও না আমাকে।
এবার স্ত্রী ক্ষেপে গিয়ে-
স্ত্রী : অ্যাই, পেয়েছ কী তুমি আমাকে, আমি তোমার চাকর? অফিস থেকে ফিরে একটার পর একটা- একটার পর একটা খালি অর্ডার মেরেই যাচ্ছ...নির্লজ্জ, অসভ্য, ছোটলোক, স্বার্থপর...।
স্বামী কানে তুলা গুঁজতে গুঁজতে-
স্বামী : এই যে শুরু হয়ে গেল।
****
নববিবাহিত দম্পতির মাঝে কথা হচ্ছে-
স্ত্রী : যদি বলি আমার উপরের পাটির দাঁতগুলো বাঁধানো, তবে কি তুমি রাগ করবে?
স্বামী : মোটেই না।
স্ত্রী : কেন?
স্বামী : তাহলে আমি নিশ্চিন্তে আমার পরচুলা আর কাঠের পা-টা খুলে রাখতে পারব।
****
মুখ সামলে কথা বল
প্রেমিকা : আমি তোমার জন্য সব ছাড়তে রাজি আছি।
প্রেমিক : সত্যি?
প্রেমিকা : হ্যাঁ।
প্রেমিক : তোমার বাবা-মাকেও?
প্রেমিকা : হ্যাঁ।
প্রেমিক : তোমার সমস্ত আত্মীয়-স্বজন, বিষয়-সম্পত্তি?
প্রেমিকা : হ্যাঁ।
প্রেমিক : জি বাংলা, স্টার জলসা ও স্টার প্লাস?
প্রেমিকা: মুখ সামলে কথা বল বলে দিচ্ছি!
এসইউ/পিআর