তুমি ওনার সন্তান নও
তুমি ওনার সন্তান নও
ছেলের বিয়ের শখ হয়েছে। সে বাবাকে গিয়ে বলল সে বিয়ে করবে। বাবা খুশি হয়ে বললেন, ‘কাকে বিয়ে করবে, শুধু নামটা বল।’ ছেলে পাশের বাড়ির এক মেয়ের নাম বলতেই বাবা জিহ্বায় কামড় দিয়ে বললেন, ‘ছি ছি, ও তোমার বোন। আমার আরেক সন্তান।’
তখন ছেলে অন্য মেয়ের কথা বলতেই বাবা একই কথা বললেন। এইভাবে গ্রামের সব মেয়ের কথা বাবা নাকচ করে দিলেন। ছেলে হতাশ হয়ে মাকে গিয়ে বলল, ‘মা, বিয়ে করতে যেই মেয়ের কথাই বলি, বাবা বলে সে আমার বোন, তাহলে কি আমার বিয়ে হবে না?’ মা মুচকি হেসে বললেন, ‘তুমি ওদের যে কাউকেই বিয়ে করতে পারবে।’ ছেলে অবাক হয়ে বলল, ‘কী করে?’ মা বললেন, ‘তুমি ওনার সন্তান নও।’
****
আমার পছন্দ হয়েছে
একটা ছোট্ট বাবুকে প্রশ্ন করলেন এক মহিলা-
মহিলা : বাবু, বলো তো, তোমার বাড়ির পাশের পুকুরে তিনটা হাঁস ভাসছে। যদি তুমি একটাকে শটগান দিয়ে গুলি করো, ক’টা থাকবে?
বাবু : উমম, তাহলে গুলির শব্দ শুনে সব উড়ে চলে যাবে, একটাও থাকবে না।
মহিলা : উঁহু, তিনটার মধ্যে একটাকে গুলি করলে বাকি থাকবে দুটো। কিন্তু তোমার চিন্তাধারা আমার পছন্দ হয়েছে।
বাবু মুচকি হেসে বললো, ‘তাহলে মিস, আমি একটা প্রশ্ন করি। বলুন তো, আইসক্রীম পার্লার থেকে তিন মহিলা বের হয়েছে কোন আইসক্রীম কিনে। একজন আইসক্রীম কামড়ে খাচ্ছে, একজন চেটে খাচ্ছে, আরেকজন চুষে খাচ্ছে। এদের মধ্যে কে বিবাহিত?’ মহিলা : ইয়ে, মানে বাবু, আমার মনে হয় শেষের জন।
বাবু : উঁহু, এদের মধ্যে যার হাতে বিয়ের আংটি আছে, সে-ই বিবাহিত, কিন্তু আপনার চিন্তাধারা আমার পছন্দ হয়েছে।
****
শায়েস্তা করার মোক্ষম সুযোগ
মৃত্যুশয্যায় স্বামী তার স্ত্রীকে বলছেন-
স্বামী : আমি তো আর এক মাস পর মারা যাব, তাই আমি চাই, আমার মৃত্যুর পর তুমি চৌধুরীকে বিয়ে কর।
স্ত্রী : চৌধুরী! বলো কি, সে তো তোমার শত্রু। আর তাকে কিনা বিয়ে করতে বলছ তুমি!
স্বামী : আমি জানি সে আমার শত্রু। তাই চৌধুরীকে শায়েস্তা করার এটাই তো মোক্ষম সুযোগ, বুঝলে?
****
বউয়ের সাথে ঝগড়া
রফিক : তুই তোর বউয়ের সাথে ঝগড়া করিস?
শফিক : হ্যাঁ, করি। তবে প্রতিবার ঝগড়ার শেষে ও এসে হাঁটু গেড়ে আমার সামনে বসে পড়ে।
রফিক : বলিস কী! তারপর?
শফিক : তারপর মাথা ঝুঁকিয়ে বলে, ‘খাটের তলা থেকে বেরিয়ে আসো। আর মারব না।’
এসইউ/এমএস