আজকের জোকস: বর্ষসেরা কর্মীর পুরস্কার
বর্ষসেরা কর্মীর পুরস্কার
নতুন বছরের প্রথম দিন অফিসের বস অমিতকে বললেন—
বস: গত বছর আপনি দারুণ কাজ করেছেন। আপনিই এ বছরের সেরা কর্মী। এই নিন ৫০ হাজার টাকার চেক।
অমিত: ধন্যবাদ স্যার।
বস: শুধু ধন্যবাদ দিলেই হবে না। আরও ভালো কাজ করতে হবে।
অমিত: জ্বি স্যার, চেষ্টা করব।
বস: এ বছরও এমন ভালো কাজ করতে পারলে পুরস্কার আছে।
অমিত: কী পুরস্কার স্যার?
বস: আগামী বছর এই চেকে সই করে দেব!
****
সাইকেল চালানো শিখছিলাম
বাবা ছেলেকে খুব বকছে আর বলছে—
বাবা: তোকে না বলেছিলাম, পরীক্ষায় পাস করলে সাইকেল কিনে দেব।
ছেলে: হ্যাঁ, বলেছিলে তো।
বাবা: তবুও ফেল করলি! পড়া বাদ দিয়া কী করছিলি?
ছেলে: কেন, সাইকেল চালানো শিখছিলাম!
****
বিক্রেতার তরমুজে চড় দেওয়ার কারণ
শিহাব বাজারে তরমুজ কিনতে গেছে। সে এক বিক্রেতাকে জিজ্ঞাসা করলো—
শিহাব: তরমুজ বিক্রির সময়ে আপনারা তরমুজে চড় মারেন, এটা থেকে আপনারা কী বোঝেন?
বিক্রেতা: দেখুন, আমার বাপ-দাদাও তরমুজ বেচতেন। চড় মেরে কী বুঝি, জানি না। তবে বাপ-দাদা শিখিয়েছে, দুটো তরমুজে চড় মেরে তিন নম্বরটা ক্রেতাকে দিলে ক্রেতা খুব খুশি হয়ে সেটা নিয়ে যায়।
কেএসকে/জিকেএস