যা কোনো দিন শেষ হবে না
যা কোনো দিন শেষ হবে না
একবার এক মেয়ে আলাদিনের চেরাগ পেলো। ঘষা দিতেই দৈত্য হাজির। অতঃপর মেয়েটির তিনটি ইচ্ছা–
১ম ইচ্ছা, আমাকে অনেক ধৈর্যশীল করে দাও।
২য় ইচ্ছা, পৃথিবীর যত প্যাচ আর কুটনামি শেখার এবং বোঝার ক্ষমতা দাও।
৩য় ইচ্ছা, এমন কিছু দাও যা কোনো দিন শেষ হবে না।
ইচ্ছাগুলো শুনে দৈত্যটা তাকে হিন্দি সিরিয়াল ও স্টার জলসা দেখতে বসিয়ে দিলো!
****
এককথায় প্রকাশ
মাসুদকে এককথায় প্রকাশ পড়াচ্ছে-
শিক্ষক : বলো দেখি মাসুদ, যে গান লেখে তাকে কী বলে?
মাসুদ : গীতিকার।
শিক্ষক : যে সুর বাঁধে, সে?
মাসুদ : সুরকার।
শিক্ষক : আচ্ছা, এবার বলো, যে প্রাইভেট পড়ায় তাকে কী বলে?
মাসুদ : প্রাইভেটকার।
****
ভালোবাসা মানে গুড হাউজ
গিল্টু যখন বিদেশ ফেরত-
চাচা : গিল্টু বিদেশে অনেক দিন থাকলা, ইংরেজি তো জানো মনে হয়?
গিল্টু : তাতো অবশ্যই!
চাচা : তাহলে বলো তো, ‘আমি তোমাকে চিনি’ ইংরেজি কী?
গিল্টু : এটাতো সহজ। ‘আই সুগার ইউ!’
চাচা : বাহ ভালো! এবার বলো তো, ‘ভালবাসা’ ইংরেজি কী?
গিল্টু : গুড হাউজ!
****
প্রেমিক-প্রেমিকার মধ্যে কথা হচ্ছে-
প্রেমিক : আমার প্রিয়তমা, তোমার নাম আমি লিখবো কোথায়? হৃদয়ে না খাতায়?
প্রেমিকা : বেশি আবোল-তাবোল না বকে তোমার বাবার সম্পত্তির কাগজে তো লিখতে পারো!
এসইউ/আরআইপি