ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক: ফুটবলের ব্যবহারবিধি

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৫০ এএম, ১৩ ডিসেম্বর ২০২২

ফুটবলের ব্যবহারবিধি
ছোট্ট ছেলে বাবলু প্রযুক্তি ব্যবহারে ওস্তাদ। কম্পিউটার, মোবাইল ফোন সব তার নখদর্পণে। কাতারে বিশ্বকাপ চলাকালে একদিন বাবলুর বাবা তার জন্য একটি ফুটবল কিনে আনলেন।
বাবলু ফুটবল পেয়ে খুশিতে আত্মহারা হয়ে বলল-
বাবলু: বাহ্! বাবা, দারুণ! কিন্তু ফুটবলের ব্যবহারবিধিটা কোথায়?

****

হাতির সঙ্গে ইঁদুরের দুষ্টুমি
একটি হাতি সুইমিং পুলে গোসল করছে। একটি ইঁদুর এসেই তাকে বলল-
ইঁদুর: মামা, একটু উপরে ওঠ তো।
হাতি: কেন?
ইঁদুর: কাজ আছে, ওঠ।

ইঁদুরের অনুরোধে হাতি উঠল। ইঁদুর হাতিকে অনেক সময় ধরে ঘুরে-ফিরে দেখল। তারপর বলল-
ইঁদুর: যাও, গোসল করগে।
হাতি: তুই আমাকে সুইমিং পুল থেকে উঠালি আবার নামালি, কাহিনিটা কী?
ইঁদুর: আমার একটা আন্ডারওয়্যার হারায়া গেছে। ভাবলাম তুমি পরে আছো কি-না?

****

সুইমিং পুল করার জন্য চাঁদা
এলাকায় সুইমিং পুল করার জন্য চাঁদা তোলা হচ্ছে-
হাবলু: বাবা, এক ভদ্রলোক নতুন একটা সুইমিং পুল তৈরি করার জন্য চাঁদা চাইছেন।
বাবা: ওকে এক মগ পানি দিয়ে বিদায় করে দে।

এসইউ/জিকেএস

আরও পড়ুন