ভিডিও EN
  1. Home/
  2. জোকস

কচ্ছপের যেতে যেতে বর্ষাকাল এসে যাবে

প্রকাশিত: ০৩:২৯ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

খরগোশ : কিরে কচ্ছপ কোথায় যাচ্ছিস?
কচ্ছপ : এখান থেকে ৫০ কি দূরের ঐ একমাত্র নদীতে।
খরগোশ : এখন তো গ্রীষ্মকাল নদীতে পানি কম এখন গিয়ে কি করবি?
কচ্ছপ : আমার, যেতে যেতে বর্ষাকাল এসে যাবে।

*****

ছেলে : আচ্ছা মা, তোমার চুল এত সাদা কেন?
মা : ছেলেমেয়ে দুষ্টু হলে বাবা-মায়ের চুল এমনি এমনি সাদা হয়ে যায়।
ছেলে : ও, আচ্ছা, এ জন্যই তো নানির মাথার চুল আর বেশি সাদা।

*****
প্রেমিকার বাবা : তুমি কি আমার মেয়ের সব ইচ্ছে পূরণ করতে পারবে?
প্রেমিক : হ্যাঁ স্যার, নিশ্চয়ই পারবো।
প্রেমিকার বাবা : এতো শিওর হচ্ছো কি করে?
প্রেমিক : আপনার মেয়ে বলেছে, সে আমাকে ছাড়া কিছুই চায় না।

*****
এক শিক্ষক পরীক্ষার হলে নকল করতে দিয়ে ছাত্রদের বলছে।
শিক্ষক : তোরা বাইরে যেয়ে আবার বলিস না যে আমি নকল করতে দিসি।
পাপ্পু : আরে না স্যার কি যে বলেন! বাইরে গিয়ে বলবো, স্যার অনেক খারাপ ছিল, পরীক্ষার হলে নাড়াচাড়াও করতে দেয় নাই।

*****
এক শ্রমিক কারখানায় কাজ করতে গিয়ে তার বাম হাত কেটে গেছে। সবাই বাড়িতে এসে তাকে সান্ত্বনা দিচ্ছে। একজন বলল, ভাই, তাও তোমার কপাল ভাল, ডান হাত না বাম হাত কেটে গেছে। একথা শুনে শ্রমিক বললো, আরে ব্যাডা কি কছ। আমার বুদ্ধি আছে না, যখনি দেখলাম ডান হাত কাটা পড়ছে, সঙ্গে সঙ্গে ডান হাত সরিয়ে বাম হাত দিলাম।

এআরএস/এমএস

আরও পড়ুন