ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের জোকস: সত্তরোর্ধ্ব স্বামী-স্ত্রী যখন ডিভোর্স চান

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:০৪ এএম, ২২ অক্টোবর ২০২২

সত্তরোর্ধ্ব স্বামী-স্ত্রী যখন ডিভোর্স চান
সত্তরোর্ধ্বএক দম্পতি ডিভোর্সের আবেদন করেছেন। ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধা বলছেন—

বৃদ্ধা: আমি ডিভোর্স চাই হুজুর।
ম্যাজিস্ট্রেট: কিন্তু এই বয়সে এসে আপনি স্বামীকে ডিভোর্স দিতে চান কেন? এখন তো আপনাদের একে অন্যকে সবচাইতে বেশি প্রয়োজন।
বৃদ্ধা: আমি ওনার মানসিক নিপীড়নের শিকার।
ম্যাজিস্ট্রেট: সেটা কীভাবে?
বৃদ্ধা: মুড ভাল না থাকলে যখন তখন আমায় যা তা করে কথা শুনিয়ে দেন!
ম্যাজিস্ট্রেট: ওহ, এই ব্যাপার। তা আপনিও পাল্টা কথা শুনিয়ে দিলেই তো হয়ে গেল।
বৃদ্ধা: সেটাই তো আমার মানসিক চাপের কারণ হুজুর!
ম্যাজিস্ট্রেট: কেন?
বৃদ্ধা: আমি যখনই পাল্টা কোন জবাব দিতে যাই, কানে শোনার মেশিনটা উনি খুলে ফেলেন।

****

বাবার জন্য অঙ্কের শিক্ষক জরুরি
বাবা: আজ স্কুলের টিচার কী বললেন?
বাবলু: বললেন তোমার জন্য বাসায় একজন ভালো অঙ্কের শিক্ষক রাখতে।
বাবা: মানে?
বাবলু: মানে, তুমি হোমওয়ার্কের যে অঙ্কগুলো করে দিয়েছিলে সব ভুল ছিল।

****

চোরের মায়ের বড় গলা
ছেলেকে নিয়ে চিড়িয়াখানা দেখতে গেলেন বাবা। ঘুরতে ঘুরতে একটি প্রাণির সামনে দাঁড়িয়ে ছেলে বললো—
ছেলে: আব্বু, দেখ দেখ- ওই যে চোরের মা।
বাবা: দূর বোকা! চোরের মা কোথায়?
ছেলে: ওই যে লম্বা গলার যেটা।
বাবা: ওটা তো একটা জিরাফ।
ছেলে: কেন? কালই তো তুমি পড়ালে- ‘চোরের মায়ের বড় গলা’!

কেএসকে/এএসএম

আরও পড়ুন