ভিডিও EN
  1. Home/
  2. জোকস

ঘামাচি হয়েছে তো

প্রকাশিত: ০৪:২২ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

ঘামাচি হয়েছে তো
মৌখিক পরীক্ষার সময় স্যার এক পরীক্ষার্থীকে বের করে দিলেন। তাকে বের করে দিয়েও থামলেন না স্যার।
চিৎকার করে বলতে লাগলেন, ‘কত বড় সাহস! আমার সামনে বসেই কিনা নকল করে!’
আমরা ওকে জিজ্ঞেস করলাম, ‘কী করেছিলি রে?’
ও বলল, ‘তেমন কিছু না, বুকটা একটু চুলকাচ্ছিলাম। ঘামাচি হয়েছে তো!’
জানতে চাইলাম, ‘স্যার কী প্রশ্ন করেছিলেন?’
ও বলল, ‘মানুষের বুকে হাড়ের সংখ্যা কত?’

****

আগ্রহীরা ছবি পাঠান
কদিন পরেই বিশ্বকাপের ফাইনাল! এমন সময় পত্রিকায় দেখা গেল একটি বিজ্ঞাপন।
‘ফাইনাল ম্যাচের দুটি টিকিট আছে, এমন পাত্রী চাই। আগ্রহীরা ছবি পাঠান। পাত্রীর নয়, টিকিটের!’

****

রেফারিদের বন্ধুও থাকে
ফুটবল ম্যাচ শেষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খেলাসংশ্লিষ্ট সবাই হাজির হয়েছেন সেখানে। এমন সময় দেখা গেল একজন আগন্তুককে। গোমড়া মুখে আশপাশে ঘুরছিল সে।
কেউ একজন প্রশ্ন করল, ‘কে আপনি?’
লোকটি উত্তর দিল, ‘আমি রেফারির বন্ধু।’
উপস্থিত খেলোয়াড়েরা চোখ কপালে তুলে বলল, ‘রেফারিদের বন্ধুও থাকে!’

****

দুজনই বেকুব আর আহাম্মক
অফিসের বস কর্মচারীদের বললেন, ‘আমি ক দলের সমর্থক। তোমাদের মধ্যে যারা ক দলের সমর্থক, হাত তোলো দেখি।’
কর্মচারীরা কেউই বসকে চটাতে চায় না। ঝটপট সবাই হাত তুলল, একমাত্র মামুন ছাড়া।
বস কড়া গলায় বললেন, ‘মামুন, তুমি ক দলের সমর্থন করো না! তাহলে তুমি কোন দলের সমর্থন করো?’
‘খ দল স্যার।’ জবাব দিল সে।
‘কেন?’
‘স্যার আমার সবচেয়ে কাছের বন্ধু শুভ আর বাবুল খ দলের সমর্থন করে। তাই…’
‘আচ্ছা। যদি বলি শুভ আর বাবুল দুজনই আস্ত বেকুব আর আহাম্মক, তবু তুমি খ দলেরই সমর্থন করবে?’
‘মনে হয় না স্যার। বেকুব আর আহাম্মক হলে ওরাও নিশ্চয়ই আপনার মতো ক দলকেই পছন্দ করত!’

এসইউ/এমএস

আরও পড়ুন