ভিডিও EN
  1. Home/
  2. জোকস

একটা মিথ্যা কথা কয়বার বলা যায়

প্রকাশিত: ০৮:৩৬ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৬

একটা মিথ্যা কথা কয়বার বলা যায়
প্রেমিক প্রেমিকার মধ্যে কথোপকথন।
প্রেমিকা : আচ্ছা, আমি দেখতে কেমন?
প্রেমিক : খুব সুন্দর।
প্রেমিকা : আবার বলতো
প্রেমিক : সুন্দর।
প্রেমিকা: প্লিজ, আবার বলো।
প্রেমিকঃ আরে বাবা, ১টা মিথ্যা কথা আর কয়বার বলা যায়।

এক ঘুষিতে নাক ফাটিয়ে দেবো!
ডাক্তার : ভয়ের কিছু নেই। চট করে আপনার দাঁতটা তুলে নেব।
রোগী : না না ডাক্তার, আমার ভয় করছে। আমি যন্ত্রণায় মরে যাব।
ডাক্তার : ঠিক আছে, আপনি একটা ক্যান্ডি খেয়ে নিন। দেখবেন সাহস বেড়ে গেছে।
রোগী : ক্যান্ডি খেয়েছি।
ডাক্তার : কি এখন সাহস বেড়েছে তো?
রোগী : নিশ্চয়ই বেড়েছে, এখন দেখি কে আমার দাঁত তুলতে আসে? দাঁতে হাত লাগালে এক ঘুষিতে নাক ফাটিয়ে দেবো!

একবার করে বিয়ে হয়ে গেছে
প্রথম জন : ওকে বিয়ে করার জন্য শহরের অর্ধেক লোক পাগল।
দ্বিতীয় জন : সেকি অর্ধেক লোক পাগল?
প্রথম জন : হ্যাঁ, অর্ধেক লোক। কারণ, বাকি অর্ধেকের সঙ্গে এর আগেই একবার করে বিয়ে হয়ে গেছে।

কুকুরের চেঁচামেচি
এক বাড়িতে ডাকাতি হয়েছে। প্রতিবেশীর বাড়িতে অনুসন্ধানের কাজে গেছেন গোয়েন্দা-
গোয়েন্দা : গত রাতে পাশের বাড়ি থেকে আপনারা কোনো শব্দ শুনতে পেয়েছেন?
প্রতিবেশী : নাহ! গোলাগুলি, চিৎকার আর ওদের কুকুরটার চেঁচামেচির যন্ত্রণায় কিছু শোনাই যাচ্ছিল না!

আরএস/আরএস

আরও পড়ুন