ভিডিও EN
  1. Home/
  2. জোকস

সানি লিওনের খবর নেই

প্রকাশিত: ০৪:১৭ এএম, ২৭ জানুয়ারি ২০১৬

সানি লিওনের খবর নেই
এক হকার পেপার বিক্রি করতে গিয়ে খুব সমস্যায় পড়ল। কেউই কিনছে না। সে পেপার খুলে দেখল, আজ সানি লিওনের কোনো খবরই ছাপা হয়নি। সে সঙ্গে সঙ্গে চিৎকার করে পেপার বিক্রি শুরু করল, ‘সানি লিওনের কোনো খবর নেই, সানি লিওনের কোনো খবর নেই।’
সঙ্গে সঙ্গে তার সব পেপার বিক্রি হয়ে গেল।

****

৭৬ বছরের এক বৃদ্ধ লিডসকে মদ খেয়ে মারামারি করার জন্য আদালতে বিচারকের সামনে ৫০০ বারের মতো হাজির করা হয়।

প্রতিবারই বিচারক তাকে খালাস দিয়ে দেন। কিন্তু কিছুদিন পর আবারও তাকে আদালতে হাজির করা হয় এবং এই হাজিরার নম্বর ছিল ৫০১তম।

আত্মপক্ষ সমর্থন করে তিনি বলেন, ‘৫০০তম হাজিরা উদযাপন করছিলাম। আমাকে ৫০ পেনি জরিমানা করা হয়েছে।’
 
****

ক্লাসে শিক্ষক বিল্টুকে বললেন, ‘আচ্ছা বিল্টু, তোকে যদি একটি সিংহ মারতে বলা হয়, তাহলে তুই কীভাবে মারবি?’
বেশ অনেকক্ষণ চিন্তা করে বিল্টু বলল, ‘স্যার, সিংহ মারার একটা সহজ বুদ্ধি পেয়েছি।’
শিক্ষক বললেন, ‘তা কী সে বুদ্ধি?’
বিল্টু বলল, ‘আগে আমি বিষ খেয়ে নেব। তারপর সিংহের সামনে শুয়ে পড়ব। সিংহ তো আমাকে খাবে, আর সঙ্গে সঙ্গে মারা যাবে।’
 
****

জেলে বন্দি থাকা অবস্থায় একদিন ভোলার কাছে তার স্ত্রীর চিঠি এল। চিঠিতে লেখা, ‘আমি সামনের বাগানটায় স্ট্রবেরি চাষ করতে চাই। তুমি কি বলে দেবে এর জন্য কোন সময়টা উপযুক্ত?’

ভোলা বুঝতে পারে যে জেলপ্রহরী তার সবগুলো চিঠি আগেই পড়ে ফেলে। তাই জেলপ্রহরীকে মজা দেখানোর জন্য ভোলা তাঁর স্ত্রীর কাছে চিঠি লিখল, ‘খবরদার! সামনের বাগানে হাত দেবে না। ওখানে আমার সব টাকা লুকিয়ে রেখেছি।’

কিছুদিন পর ভোলা আবারও তার স্ত্রীর একটি চিঠি পেল। তাতে লেখা, ‘তুমি কল্পনাও করতে পারবে না, কী ঘটেছে! কাল কিছু পুলিশ এসে তোমার সামনের বাগানটা অযথা খোঁড়াখুঁড়ি করে চাষ করে ফেলেছে। কিন্তু তারা কিছুই পায়নি।’

চিঠির উত্তরে ভোলা লিখেছে, ‘হুম, এখনই হচ্ছে স্ট্রবেরি চাষের উপযুক্ত সময়।’

এসইউ/পিআর

আরও পড়ুন