ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক: বিনা পয়সায় প্রেম করার উপায়

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৩২ এএম, ৩০ মে ২০২২

বিনা পয়সায় প্রেম করার উপায়
প্রেমিক: এই নাও, তোমার জন্য গোলাপ এনেছি।
প্রেমিকা: ওমা, তুমি টাকা খরচ করতে শিখলে কবে?
প্রেমিক: টাকা খরচ করেছি মানে, ওটা তো আমার বাবা কাল মাকে এনে দিয়েছিলেন।

****

গার্লস স্কুলের সামনে বিলবোর্ড
একটি মাল্টি-ন্যাশনাল কোম্পানি ছেলেদের জন্য তাদের নতুন ফেয়ারনেস ক্রিম বাজারে ছাড়বে। কিন্তু তারা বুঝতে পারছিল না যে, তাদের বিলবোর্ড শহরের কোন জায়গায় লাগালে তা রূপ-সচেতন ছেলেদের চোখে পড়বে।

অনেক চিন্তা-ভাবনার পর তারা বড়-বড় শহরের গার্লস স্কুলগুলোর সামনে সেগুলো লাগিয়ে দিলো।

****

চুরির জিনিস পরখ করে দেখা
ঘুমের ঘোরে হঠাৎ কিছুর আওয়াজে ঘুম ভেঙে গেল গৃহকর্তার-
গৃহকর্তা: কে ওখানে?
চোর: আমি চোর।
গৃহকর্তা: ওখানে কী করিস?
চোর: চুরি করছি।
গৃহকর্তা: চুরি করবি তো কর। কিন্তু হারমোনিয়াম বাজাচ্ছিস কেন?
চোর: আমারা যা নেব সব পরখ করে নিতে বলেছেন সর্দার। তাই হারমোনিয়াম বাজিয়ে নিচ্ছি।

কেএসকে/জিকেএস

আরও পড়ুন