ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক: ধৈর্যের পরীক্ষা দিন

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:১৫ এএম, ২২ জানুয়ারি ২০২২

ধৈর্যের পরীক্ষা দিন
লেকের পাশে এক লোক নিয়মিত বড়শি পেতে মাছ ধরেন। যে কয় ঘণ্টা তিনি মাছ ধরে কাটান, পাশে বসে ঠিক ততক্ষণ এক লোক গভীর মনোযোগে তার মাছ ধরা দেখেন। একদিন মাছ শিকারি ওই মনোযোগী দর্শককে বললেন—

মাছ শিকারি: ভাই, মাছ ধরার প্রতি তো আপানার সাংঘাতিক নেশা দেখি!
দর্শক: জ্বী!
মাছ শিকারি: সাংঘাতিক মানে কি, আসলে আমার চেয়ে বেশি আপনার আগ্রহ।
দর্শক: জ্বী!
মাছ শিকারি: তো এক কাজ করলে তো পারেন- আপনি নিজেই মাছ ধরুন না!
দর্শক: আমার অতো ধৈর্য নেই, ভাই!

****

সবামী-স্ত্রীর সুখী জীবনযাপন
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে—
১ম বন্ধু: আমি আর আমার স্ত্রী জীবনের ২০টি বছর সুখী জীবনযাপন করেছি।
২য় বন্ধু: তারপর?
১ম বন্ধু: তারপর একদিন আমাদের দুজনের দেখা হলো!

****

সিলেটি গুরা
এক সিলেটি ছাত্রকে শিক্ষক জিজ্ঞাসা করছে—
শিক্ষক: বলতো বাবা, Horse বাংলা কি?
ছাত্র: গুরা।
শিক্ষক: গুরা!! আচ্ছা, Turn বাংলা কি?
ছাত্র: গুরা।
শিক্ষক: তাহলে Powder মানে কি?
ছাত্র: গুরা।
শিক্ষক: সব কিছুই কি গুরা নাকি?
ছাত্র: না স্যার, একটা লাফাইন্না গুরা, একটা মুরাইন্না গুরা, আর শেষের টা গুরা-গুরা।

কেএসকে/এএসএম

আরও পড়ুন