আজকের কৌতুক: জীবনের একমাত্র লক্ষ্য যখন বিয়ে
জীবনের একমাত্র লক্ষ্য যখন বিয়ে
স্যার: তুমি বড় হয়ে কী করবে?
ছাত্র: বিয়ে।
স্যার: আমি বোঝাতে চাইছি, বড় হয়ে তুমি কী হবে?
ছাত্র: জামাই।
স্যার: আরে আমি বলতে চাইছি, তুমি বড় হয়ে কী পেতে চাও?
ছাত্র: বউ।
স্যার: গাধা, তুমি বড় হয়ে মা- বাবার জন্য কী করবে?
ছাত্র: বউ নিয়ে আসব।
স্যার: গর্দভ, তোমার মা-বাবা তোমার কাছে কী চায়?
ছাত্র: নাতি-নাতনি।
স্যার: ইয়া খোদা! তোমার জীবনের লক্ষ্য কী?
ছাত্র: বিয়ে।
****
মায়ের বাধ্য ছেলে
প্রেমিক-প্রেমিকা পার্কে বসে গল্প করছে। কিন্তু প্রেমিক ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। এই দেখে প্রেমিকা জিজ্ঞাসা করলো—
প্রেমিকা: কী ব্যাপার? অত দূরে দাঁড়িয়ে গল্প করছ কেন?
প্রেমিক: মা আমাকে মেয়েদের থেকে দূরে থাকতে বলেছেন।
****
টাকা বাঁচানোর উপায়
ছেলে: বাবা, তুমি কি কিছু টাকা বাঁচাতে চাও?
বাবা: অবশ্যই চাই।
ছেলে: তাহলে আমাকে একটি বাইক কিনে দাও।
বাবা: কেন?
ছেলে: তাতে জুতার তলা ক্ষয় কম হবে। আমাকে জুতা কিনে দেওয়ার টাকাটা তোমার বেঁচে যাবে।
কেএসকে/জিকেএস