ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের জোকস : ০২ জানুয়ারি ২০১৬

প্রকাশিত: ০৪:১৫ এএম, ০২ জানুয়ারি ২০১৬

গৃহকর্ত্রী নতুন আয়াকে-
গৃহকর্ত্রী : তুমি যে বাচ্চার দেখভাল করবে, তোমার কি বাচ্চাদের ব্যাপারে কোনো অভিজ্ঞতা আছে?
আয়া : তা আর থাকবে না কেন মেমসাহেব! আমি নিজেই তো শিশু ছিলাম।

****

প্রতিবেশী : অবাক কাণ্ড! আপনার বাড়ির কাজের মেয়েটি এত আগে চলে আসে। আমাদেরটা তো আটটার আগে দেখাই দেয় না। কিছু বললে বলে, অন্য লোক দেখেন- আমি পারব না।
বৌদি : অনেক বুদ্ধি খাটাতে হয়েছে ভাই। শেষে ওর সঙ্গে আমাদের রাখালের পরিচয় করিয়ে দিলাম- এখন নিজের গরজেই আসে।

****

বাবুর্চি রান্না করছিল। গৃহকর্ত্রী ধমকে উঠলেন-
গৃহকর্ত্রী : এ কী, তুমি না ধুয়েই মাছ রান্না করছ!
বাবুর্চি : মাছ তো সারাজীবন জলেই ছিল মেমসাহেব। ওটা আবার ধোয়ার কী দরকার।

****

জানালার পর্দার কাপড় কিনতে শান্তা একটা কাপড়ের দোকানে ঢুকেছে। অনেক ঘেঁটেঘুঁটে শেষে একটা ঝলমলে গোলাপি রঙের কাপড় পছন্দ হয়েছে তার। কাপড় কাটার সময়-
দোকানি : কয় গজ কাপড় লাগবে আপনার?
শান্তা : কয় গজ মানে! পাক্কা পনেরো ইঞ্চি কাপড় কেটে দাও।
দোকানি : পনেরো ইঞ্চি মানে! পাগলে পেয়েছে আপনাকে? এই কাপড় দিয়ে কোনো জানালার পর্দা হবে!
শান্তা : আরে মিয়া, এই পর্দা তো আমার কম্পিউটারের জন্য।
দোকানি : কম্পিউটারের জন্য! কম্পিউটারে কেউ পর্দা দেয় নাকি?
শান্তা : ‘কেউ দেয় না, আমি দিই। কারণ আমার কম্পিউটারে ‘উইন্ডোজ’ আছে!

এসইউ/এমএস

আরও পড়ুন