ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের জোকস : ০১ জানুয়ারি ২০১৬

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৩১ এএম, ০১ জানুয়ারি ২০১৬

শিক্ষক : বল তো সূর্য পশ্চিম
দিকে ওঠে না কেন?
ছাত্র : আমি পরীক্ষায় পাস করি না বলে।
শিক্ষক : কেন?
ছাত্র : কারণ, আম্মু বলেছে আমি যেদিন পাস করব, সেদিন নাকি সূর্য পশ্চিম দিকে উঠবে। তিন বছর ধরে আমি ফেল করে একই ক্লাসে আছি। তাই সূর্যও পশ্চিম দিক ওঠে না

*****
এক মাতাল একদিন অনেক মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে ঢুকল। কিন্তু সে ঘরে না ঢুকে ভুল করে গোয়ালঘরে ঢুকে পড়ল, তারপর গরুর লেজ ধরে বলল : কিগো ময়নার মা, প্রতিদিন দুটো বেণী কর, আজ একটা কেনো?

*****
এক ছাত্রী ক্লাসে দেরি করে এসেছে৷ তাই স্যার রেগে গিয়ে জিজ্ঞেস করল : তোমার আসতে এতো দেরি হলো কেন?
ছাত্রী : স্যার, আমার আব্বু আম্মু ঝগড়া করছিল ৷
স্যার: ঝগড়ার সাথে তোমার স্কুলে দেরি করে আসার সম্পর্ক কী?
ছাত্রী: স্যার, ঝগড়া করার সময় আমার একটা জুতা আব্বুর হাতে আরেকটা জুতা আম্মুর হাতে ছিলো।

*****
একদল ডাকাত ব্যাংক ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ব্যাংকের সামনে দেখে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। ডাকাত একজনকে বলল, এই তুই আমাদের ডাকাতি করতে দেখেছিস ?
পল্টু : হ্যাঁ, আমি ডাকাতি করতে দেখেছি।
ডাকাতরা পল্টুকে গুলি করে মেরে ফেলল।
তারপর বল্টুকে বলল এই তুই কিছু দেখেছিস?
বল্টু : না ভাই, আমি কিছু দেখি নাই। তবে আমার বউ দেখেছে।

*****
ছেলে বাবার কাছে চিঠি লিখেছে।
শ্রদ্বেয় বাপ, পড়ার বড় চাপ। ফুরিয়ে গেছে টাকা, কেমনে থাকি ঢাকা? টাকার দরকার তাই, কিছু টাকা চাই।
ইতি কানাই।
বাবা চিঠি পেয়ে উত্তর দিলেন। শোনা জাদু কানাই, সত্য কথা জানাই। পকেট এখন ফাঁকা, কেমনে পাঠাই টাকা? টাকার খুব অভাব,
ইতি তোর বাপ।

এআরএস/পিআর