ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের জোকস : ৩১ ডিসেম্বর ২০১৫

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:২৩ এএম, ৩১ ডিসেম্বর ২০১৫

গাইড নায়াগ্রা জলপ্রপাতের সামনে এসে পর্যটকদের বলছে, ‘এটা হলো নায়াগ্রা জলপ্রপাত, এটি বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী জলপ্রপাত। প্রতিদিন অসংখ্য লোক আসে এই জলপ্রপাত দেখতে। আর এর আওয়াজ ২০ কিলোমিটার দূর থেকেও শোনা যায়।’

এই বলে গাইড একটু থেমে বলল, ‘এবার আমি আমাদের নারী পর্যটকদের উদ্দেশে বলছি, আপনারা একটু নীরবতা পালন করুন, যেন আমরা এর শব্দ শুনতে পাই।’

****

এক মাসে বাড়ির ফোন বিল অস্বাভাবিক ভাবে বেশি এল। বাড়িতে জরুরি মিটিং বসল। বাবা বলল, ‘আমি গত মাসে বাড়ির ফোনটা একবারও ধরিনি। আমি সব ফোন করেছি অফিসের ফোন থেকে।’

তখন মা এসে বলল, ‘আমিও গত মাসে কোনো ফোন বাড়ি থেকে করেছি বলে মনে হয় না। আমার সমিতির অফিসের ফোনটাই আমি ব্যবহার করি।’

একমাত্র ছেলে এসে বলল, ‘আমার তো বাড়ি থেকে ফোন করার প্রশ্নই আসে না। কোম্পানি আমাকে মোবাইল বিল দেয়। আমি অফিসের সেই মোবাইল ব্যবহার করি।’

এরপর বাড়ির কাজের মেয়ে এসে বলল, ‘তাহলে তো কোনো সমস্যাই দেখি না। আমরা সবাই যার যার অফিসের ফোন ব্যবহার করি!’

****

কর্তা : যা তো কাবিলা, একটা খালি ট্যাক্সি নিয়ে আয়।

কিছুক্ষণ পর-
কাবিলা : স্যার, একটাও খালি ট্যাক্সি পেলাম না, ড্রাইভারের সিটে কেউ না কেউ ঠিক বসেই আছে।

****

বৃষ্টির দিনে মালিক তার কাজের লোককে বলছে-
মালিক : রবিন, বাগানে জল দিয়ে আয় যা।
কাজের লোক : স্যার, আজকে তো বৃষ্টি হচ্ছে।
মালিক : বৃষ্টি হলে ছাতা নিয়ে যা!

এসইউ/আরআইপি

আরও পড়ুন