ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের জোকস : ১৭ ডিসেম্বর ২০১৫

প্রকাশিত: ০৪:০৬ এএম, ১৭ ডিসেম্বর ২০১৫

প্রেমিকার বাড়িতে বসে নতুন কেনা থ্রিডি টিভিতে ফুটবল ম্যাচ দেখছিল ফুটবল ভক্ত রাসেল। হঠাৎ টের পেল, তার হবু শ্বশুর বাড়িতে এসে হাজির। তাও আসছে একেবারে ড্রইংরুমের দিকেই। প্রাণ বাঁচাতে আর কোথাও পালানোর জায়গা না পেয়ে রাসেল শেষে টিভির পেছনেই ঠাঁই নিল।

এদিকে প্রেমিকার বাবাও এসে বসল টিভির সামনে খেলা দেখতে, নড়াচড়ার নাম নেই। রাসেল দেখল, এখানে বসে থাকলে ম্যাচটা আর দেখা হবে না। তাই আর সহ্য করতে না পেরে সে টিভির পেছন দিক থেকে বের হয়েই এল। তাকে দেখে হবু শ্বশুর তো ভীষণ অবাক। বলল, ‘আরে! একে কখন লাল কার্ড দিল রেফারি? দেখলাম না তো!’

****

সেদিন খেলার মাঠে যেমন ঘন কুয়াশা, তেমনি ঝুম বৃষ্টি আর ঠান্ডা বাতাস। দুই হাত দূরের জিনিসও দেখা যায় না। এরই মধ্যে হিহি করে কাঁপতে কাঁপতে খেলা দেখছে দুই ইংরেজ ফুটবল পাগল দর্শক। কিছুক্ষণ পর আর সহ্য করতে না পেরে বিরক্তি প্রকাশ করল একজন-
প্রথম দর্শক : নাহ, খেলাটা বড্ড একঘেয়ে লাগছে হে। গিয়ে এক কাপ কফি খেয়ে আসি।
দ্বিতীয় দর্শক : দাঁড়াও, আরেকটু বসেই দেখি না। খেলাটা তো জমতেও পারে শেষে।

এ সময় কোথা থেকে এক পুলিশ এসে হাজির। এসে ধমক দিয়ে বলল, ‘আরে, গ্যালারিতে বসে কী করছেন আপনারা। খেলা তো পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে প্রায় দুই ঘণ্টা হলো।’

****

এক আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড় এক পার্টিতে গিয়ে তার বন্ধুর সঙ্গে কথাবার্তা বলছেন-
খেলোয়াড় : ভাবছি, একটা আত্মজীবনী লিখব।
বন্ধু : বাহ, ভালো তো! কবে এটা প্রকাশ করবে তুমি?
খেলোয়াড় : আমি আমার মৃত্যুর আগে এটা প্রকাশ করতে চাই না।
বন্ধু : তাহলে অনেক দেরি হয়ে যেতে পারে। তোমার ভক্তরা তো এটা পড়তে চাইবে।
খেলোয়াড় : কিন্তু আমার সিদ্ধান্তে আমি অনড়।
বন্ধু : ঠিক আছে, সমস্যা নেই। আমি তো নিজেও তোমার ভক্ত। তাই বইটি তাড়াতাড়ি প্রকাশে আমি তোমাকে সাহায্য করব। তুমি কোনো চিন্তা করো না।

****

রেফারি ম্যাচ চালাতে চালাতে খেয়াল করলেন এক মেয়ে দর্শকসারিতে বসে ভারি চিৎকার-চেঁচামেচি করছে। আর মেয়েটার গলা এমন চড়া যে বারবার তার মন ছুটে যাচ্ছে ম্যাচ থেকে।

কতক্ষণ চলল এ রকম। শেষে আর সহ্য করতে না পেরে রেফারি মেয়েটার কাছাকাছি গেলেন-
রেফারি : আপনি খুব চেঁচামেচি করছেন, বহুক্ষণ ধরে খেয়াল করছি আমি।
মেয়ে : হ্যাঁ, আমিও বহুক্ষণ ধরে দেখছি, ম্যাচ বাদ দিয়ে আপনি কেবল আমাকেই খেয়াল করছেন।

এসইউ/এমএস

আরও পড়ুন