ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের জোকস : ১৪ ডিসেম্বর ২০১৫

প্রকাশিত: ০৫:২৯ এএম, ১৪ ডিসেম্বর ২০১৫

বাবা আর ছেলের মধ্যে কথোপকথন :
বাবা : সবকিছুতে তর্ক করিস না। আমি কি তোর থেকে কম জানি?
ছেলে : বাবারা কি সবকিছুই ছেলের থেকে বেশি জানে?
বাবা : অবশ্যই।
ছেলে : বলেনতো মাধ্যাকর্ষণ কে আবিষ্কার করেছিল?
বাবা : নিউটন।
ছেলে : তাহলে নিউটন এর বাবা ওটা আবিষ্কার করতে পারেনি কেনো?

*****
শিক্ষক : আচ্ছা বল্টু তুমি কি আজ কোনো ভাল কাজ করছো ।
বল্টু : জি স্যার।
শিক্ষক : কি কাজ করেছো, বলতো।
বল্টু : স্যার আমি আর রাজু মিলে এক বুড়িকে বড় রাস্তা পার করে দিয়েছি ।
শিক্ষক : তা বেশ, কিন্তু দু’জন লাগলো কেন?
বল্টু : বুড়িতো পার হতেই চাচ্ছিল না।

*****
শিক্ষক : বলতো পদার্থ কাকে বলে?
ছাত্র : জানি না স্যার।
শিক্ষক : অপদার্থ কোথাকার! যার ওজন ও আয়তন আছে তাকেই পদার্থ বলে।
ছাত্র : তাহলে আমাকে অপদার্থ বললেন কেন?  আমারতো ওজন আয়তন দুটোই আছে।

*****
প্রেমিক প্রেমিকার মধ্যে কথোপকথন।
প্রেমিকা : আচ্ছা, আমি দেখতে কেমন?
প্রেমিক : খুব সুন্দর।
প্রেমিকা : আবার বলতো
প্রেমিক : সুন্দর।
প্রেমিকা: প্লিজ, আবার বলো।
প্রেমিকঃ আরে বাবা, ১টা মিথ্যা কথা আর কয়বার বলা যায়।

*****
ক্লাস ওয়ানের রাজুকে শিক্ষকের প্রশ্ন
শিক্ষক : বলতো রাজু সবচেয়ে হাসিখুশি প্রাণী কোনটি?
রাজু : হাতি স্যার!
শিক্ষক : কেন?
রাজু : দেখেন না স্যার, হাতি খুশিতে সব সময় তার দাঁত বের করে রাখে।

এআরএস/এমএস

আরও পড়ুন