আজকের কৌতুক : কানে তুলা না দেওয়ায় হার্ট অ্যাটাক
কানে তুলা না দেওয়ায় হার্ট অ্যাটাক
ভূত: বুঝলে হে, আমি মানুষ নই, ভূ...উ...ত। বিখ্যাত সানাইবাদক টিক্কা খানের নাম শুনেছ, আমি তারই ভূত।
মানুষ: সেলাম সাহেব, তা আপনার অপমৃত্যু হলো কেন?
ভূত: সানাই বাজানো শুরু করার আগে কানে তুলা গুঁজতে ভুলে গিয়েছিলাম, তাতেই হার্ট অ্যাটাক হয়ে গেল।
****
কানের লতি কখন পড়বে
সেলুনে চুল কাটাতে গেছেন এক ভদ্রলোক। নাপিত কাঁচি চালাতে শুরু করলে তিনি দেখতে পেলেন পায়ের কাছে একটা কুকুর চুপচাপ বসে আছে—
ভদ্রলোক: কুকুরটা নিশ্চয়ই প্রশিক্ষণপ্রাপ্ত। কেমন শান্ত হয়ে বসে আছে।
নাপিত: ওটা প্রতিদিনই ওখানে বসে থাকে। কানের লতি কখন পড়বে, সেই আশায়।
****
জীবনে এক ভুলই দ্বিতীয়বার
এক বৃদ্ধকে তার নাতি বলল, ‘দাদু অনেক দিন তো বাঁচলেন। অনেক কিছু দেখলেন, করলেন, শিখলেন। এখন আপনাকে যদি আবার শুরু থেকে জীবন শুরু করার সুযোগ দেওয়া হয়, তাহলে এ যাবৎ যে ভুলগুলো করেছেন; সেগুলো কি আবার করবেন? দাদু বললেন, ‘নিশ্চয়ই, তবে সে ভুলগুলোই আগে থেকে শুরু করব।’
এসইউ/জিকেএস