আজকের জোকস : ভারতের বিভিন্ন স্থান চিনবেন যেভাবে
যদি কখনো ভারতে ভ্রমণ করতে যান, তাহলে দেশটির বিভিন্ন স্থান চিনবেন কীভাবে? জেনে নিন সহজ উপায়-
১. দুজন লোক মারপিট করছেন, ৩য় ব্যক্তি এলেন, দেখলেন, চলে গেলেন। তাহলে এটা মুম্বাই।
২. দুজন লোক মারপিট করছেন, ৩য় ব্যক্তি এলেন, মারপিট থামাতে গেলেন। প্রথম দুজন এক হয়ে ৩য় লোককে ধরে পিটিয়ে দিলেন। এটা দিল্লি।
৩. দুজন লোক মারপিট করছেন, ৩য় ব্যক্তি এলেন, বললেন আমার বাড়ির সামনে মারপিট করো না; অন্য কোথায় যাও। এটা ব্যাঙ্গালুরু।
৪. দুজন মারপিট করছিলেন, ৩য় ব্যক্তি এক কার্টুন বিয়ার নিয়ে এলেন, তিন জন একসাথে বসে পড়লেন। খিস্তি-খামারি করলেন তিন জন মিলে। তারপর বন্ধুত্ব পাতিয়ে বাড়ি ফিরে গেলেন। তাহলে আপনি নিশ্চিন্তে গোয়ায় পৌঁছে গেছেন।
৫. দুজন লোক মারপিট করছিলেন, কিছুক্ষণ বাদে দুজনই মোবাইলে কথা বলতে লাগলেন। তারপরই ৫০ জন লোক এসে মারপিটে যোগ দিলো। তাহলে আপনি পাঞ্জাবে আছেন।
৬. দুজন লোক মারপিট করছিলেন। ৩য় ব্যক্তি এসে বন্দুক বের করে দুজনকে গুলি করে দিলেন। বিহার ছাড়া কোথাও হতেই পারে না।
৭. দুজন লোক মারপিট করছিলেন। ৩য় ব্যক্তি এসে কোনোকিছু না বুঝেই প্রথম লোকের সাথে মিলে ২য় লোককে ধরে পেটাতে লাগলেন। ঠিক ধরেছেন, এটা তামিলনাড়ু।
৮. দুজন লোক মারপিট করছেন। আশেপাশের প্রচুর লোক দেখছে। একজন এলেন। চায়ের একটা স্টল খুলে বসে পড়লেন। এটা কলকাতা।
এসইউ/জিকেএস