ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের জোকস : ২৬ নভেম্বর ২০১৫

প্রকাশিত: ০৪:৩৪ এএম, ২৬ নভেম্বর ২০১৫

এক রাতে হোজ্জার প্রতিবেশী শুনল হোজ্জার সঙ্গে তার স্ত্রীর ঝগড়া চলছে। কিন্তু কিছুক্ষণ পর ভারি একটা কিছু পড়ার আওয়াজ হলো তারপর সব চুপচাপ।

পরদিন সকালে-
প্রতিবেশী : কাল রাতে আপনার বাসায় ভারি কিছু একটা পড়ার শব্দ পেলাম।
হোজ্জা : আমার বিবি রাগ করে আমার কোর্তা জানালা দিয়ে নিচে ফেলে দেয়।
প্রতিবেশী : একটা কোর্তা পড়ায় এত শব্দ হয়?
হোজ্জা : আরে কোর্তার ভিতর তো আমিও ছিলাম।

****

একদিন হোজ্জা চোখ বন্ধ করে শুয়ে ছিল। এমন সময় তার শালা এলো-
শালা : আপনি কি ঘুমাচ্ছেন?
হোজ্জা : কেন জিজ্ঞেস করছ?
শালা : আপনি যদি আমাকে কিছু টাকা ধার দিতেন।
হোজ্জা : তাহলে আমি ঘুমাচ্ছি। এখন আমাকে একা থাকতে দাও।

****

এক রাতে হোজ্জা দেখে বাগানে এক লোক দাঁড়িয়ে আছে। চোর ভেবে হোজ্জা ধনুক বের করে চোরের দিকে তীর ছুঁড়ল। পরদিন সকালে গিয়ে দেখে তারই জামা মেলে দেয়া ছিল। যেটাকে হোজ্জা চোর মনে করে তীর ছুঁড়েছিল এবং সেই তীর জামায় বিদ্ধ হয়ে আছে। সঙ্গে সঙ্গে হোজ্জা মোনাজাত করে আল্লার কাছে শুকরিয়া জানায়।
হোজ্জার বিবি অবাক হয়ে বলে, ‘তুমি এখন মোনাজাত করছ কেন?’
হোজ্জা : ভাগ্যিস জামার ভিতর আমি ছিলাম না।

****

হোজ্জা তখন কাজী। বিচার-আচার করেন। একদিন বিচারে বসেছেন। ফরিয়াদি আসামি সম্পর্কে তার অভিযোগের বয়ান দিচ্ছে। হোজ্জা মনযোগ দিয়া তার কথা শুনছেন। বাদীর বলা শেষ হলে মাথা ঝাকিয়ে বললেন, ‘তোমার কথাই ঠিক।’

এবার আসামি বলে উঠল, ‘হুজুর, আমার দুইটা কথা ছিল।’ হোজ্জা বললেন, ‘ঠিক আছে তুমি তোমার বক্তব্য বল।’ আসামির বক্তব্যও মনযোগ দিয়ে শোনার পর হোজ্জা বললেন, ‘তোমার কথাই ঠিক।’

হোজ্জার স্ত্রী পর্দার আড়ালে এতক্ষণ সব কথা শুনছিলেন। বিরক্ত হয়ে স্বামীকে তিনি বললেন, ‘দুজনই ঠিক হয় কিভাবে? হয় আসামির কথা ঠিক, না হয় ফরিয়াদির কথা ঠিক।’

হোজ্জা স্ত্রীর দিকে ফিরে সমর্থনসূচক হাসি দিয়ে বললেন, ‘বিবি তোমার কথাই ঠিক।’

এসইউ/আরআইপি

আরও পড়ুন