আজকের জোকস : ০৯ নভেম্বর ২০১৫
এক লোক চলন্ত বাসে দাঁতের মাজন বিক্রি করছিল-
বিক্রেতা : এই যে হাশেম মিয়ার দাঁতের মাজন। এই মাজনে দাঁত মাজলে দাঁতে কোন পোকা হবে না, পুঁজ হবে না, মাড়ি ব্যথা হবে না, দাঁত থাকবে বেলি ফুলের মত সাদা, লোহার মত মজবুত। দিমু নাকি ভাই? মাত্র পাঁচ টাকা, পাঁচ টাকা, পাঁচ টাকা।
প্রচণ্ড গরম আর ভিড়ের মধ্যে লোকটির একটানা চিৎকার শুনে এক যাত্রী রেগে গেল-
যাত্রী : ঐ মিয়া। বন্ধ কর তোমার প্যানপ্যান। গরমে এমনেই অবস্থা খারাপ।
বিক্রেতা : এটা কি আপনার বাস? আমারে যে চুপ করতে কন।
যাত্রী : কি? মুখে মুখে কথা? এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব।
বিক্রেতা : (চেঁচিয়ে) দাঁত ফালায় দিবেন? এতো সোজা? আমি ব্যবহার করি হাশেম মিয়ার দাঁতের মাজন। এই মাজনে দাঁত মাজলে দাঁতে কোন পোকা হবে না, পুঁজ হবে না, মাড়ি ব্যথা হবে না, দাঁত থাকবে বেলি ফুলের মত সাদা, লোহার মত মজবুত। দিমু নাকি একটা? মাত্র পাঁচ টাকা, পাঁচ টাকা, পাঁচ টাকা।
****
বয়ফ্রেন্ড : জানু, তুমি কী কর?
গার্লফ্রেন্ড : তেমন কিছু না! একদম টায়ার্ড। এখন ঘুমাতে যাচ্ছি জান। তুমি কই?
বয়ফ্রেন্ড : ক্লাবে, তোমার পিছনে।
****
রাস্তায় এক ফকিরকে দেখে-
ভদ্রমহিলা : এই তোমাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে!
ফকির : হ্যাঁ ম্যাডাম, কালকেই না আপনে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেন! আর আমার প্রোফাইল পিকচারে ‘সো সুইট’ লিখে কমেন্টসও করছেন।
****
কুদ্দুস চাচার খুব অসুখ। তার বন্ধু চিকিৎসক। তিনি অপারেশন করেছেন। কিছুদিন পর-
চিকিৎসক : বন্ধু আমিতো ভুলে তোমার পেটে একটা কাচি ফেলে এসেছি। তুমি অনুমতি দিলে অপারেশন করে বের করি।
চাচা অনুমতি দিলে অপারেশনের কিছুদিন পর-
চিকিৎসক : বন্ধু আমি ভুলে তোমার পেটে একটা চিমটা ফেলে এসেছি। তুমি অনুমতি দিলে অপারেশন করে বের করি।
চাচা এবারও অনুমতি দিলে অপারেশনের কিছুদিন পর-
চিকিৎসক : বন্ধু আমি ভুলে তোমার পেটে একটা গজ ফেলে এসেছি। তুমি অনুমতি দিলে অপারেশন করে বের করি।
কুদ্দুস চাচা : তুমি হইলা আমার বন্ধু মানুছ। তুমারে তো না করবার পারি না। মাগার এইবার আমার ভি একখান ছরতো আছে। তুমি কাটো ছিড়ো যাই করো। মাগার ছিলাই করবার পারবা না। পেটে একখান চেইন লাগায়া দিবা। এরপর হাত্তি-ঘোড়া যাই রাইখা আহো, খালি চেইন খুলবা আর বাইর করবা।
এসইউ/এমএস