ভিডিও EN
  1. Home/
  2. জোকস

আজকের কৌতুক : মেয়েদের একপায়ে নূপুর থাকে কেন?

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:১০ পিএম, ১২ আগস্ট ২০২০

মেয়েদের একপায়ে নূপুর থাকে কেন?
প্রেমিকা: জান, একটা গান শোনাব। শুনবে?
প্রেমিক: হ্যাঁ, শোনাও।
প্রেমিকা: একপায়ে নূপুর আমার অন্য পা খালি...
প্রেমিক: হা হা হা।
প্রেমিকা: হাসলে কেন?
প্রেমিক: যতই চালাকি কর না কেন, আমি কিন্তু আর নূপুর কিনে দিতে পারব না।

****

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মোটা মানুষ সাইকেলে উঠলে যা হয়
অনেক মোটা এক লোক সাইকেল চালাচ্ছিল আর মনের আনন্দে গান গাইছিল, ‘দেখা হে পেহলি বার, সাজন কি আখো মে পেয়ার’। তা দেখে এক বাচ্চা ছেলে হাসতে লাগলো। রেগে গিয়ে মোটা লোকটি বলল-
মোটা: কী হয়েছে? হাসছিস কেন?
বাচ্চা: দেখা হে পেহলি বার, সাইকেল মে হাতি সাওয়ার।

****

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গুলি করে আকাশের তারা ফেলে দিলো
এক শৌখিন জ্যোতির্বিদ গেছেন গ্রামে। সঙ্গে বিশাল দূরবীন। রাতে ধানক্ষেতের ধারে তেপায়ার ওপর টেলিস্কোপ বসিয়ে আকাশ পর্যবেক্ষণ করছিলেন তিনি। তাঁকে ঘিরে দাঁড়িয়েছিল কৌতূহলী গ্রামবাসী।

জ্যোতির্বিদ টেলিস্কোপে চোখ রাখতেই হঠাৎ একটি উল্কাপতন হলো। অমনি গ্রামবাসীর করতালি। একজন বলল,‘নিশানাটা দেখছস? কেমন গুলিটা করল আর তারা খইসা পড়ল!’

বিজ্ঞাপন

এসইউ/এএ/এমকেএইচ

আরও পড়ুন

বিজ্ঞাপন