আজকের কৌতুক : স্বামীর ওপর প্রতিশোধ নিতে স্ত্রীর কাণ্ড

স্বামীর ওপর প্রতিশোধ নিতে স্ত্রীর কাণ্ড
বনিবনা না হওয়ায় স্বামীকে তালাক দিলো স্ত্রী। একদিন স্ত্রী পথের পাশে একটি পুরোনো প্রদীপ পেয়ে হাতে নিয়ে ঘঁষা দিতেই বিশাল এক দৈত্য বেরিয়ে এলো। সে বলল, ‘মালকিন, আমি আপনার তিনটি ইচ্ছা পূরণ করব। তবে আপনি যা চাইবেন, আপনি যাকে ঘৃণা করেন; সে তার দ্বিগুণ পাবে।’ মহিলা তার তিনটি ইচ্ছার কথা জানাল। তার শেষ ইচ্ছাটি ছিল- ‘আমাকে ভয় দেখিয়ে আধমরা করে দিন।’
****
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রেমিকার জন্য কিস্তিতে গয়না কিনে ধরা
ছ্যাঁকা খাওয়া এক প্রেমিককে সান্ত্বনা দিয়ে বন্ধু বলল, ‘আরে দূর, পলি কোন মেয়ে হলো? ওর মতো মেয়েকে ভুলতে কয় দিন লাগে? তুই আবার মনের মতো কাউকে পেয়ে যাবি।’
হতাশ প্রেমিক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ‘ভোলার উপায় নাই রে, গত মাসে আমি ওকে কিস্তিতে অনেক গয়না কিনে দিয়েছি।’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
****
ডাক্তারি পাস করে প্রথম রোগী দেখা
এক যুবক ডাক্তারি পাস করে প্রথম দিন রোগী দেখছিল। তিনি প্রথমে টর্চ দিয়ে রোগীর জিহ্বা, এরপর চোখ এবং সবশেষে কান দেখে বললেন, ‘ব্যাটারি ঠিক আছে।’
বিজ্ঞাপন
এসইউ/এমকেএইচ
আরও পড়ুন
বিজ্ঞাপন